উত্তরাঞ্চল প্রতিনিধি ।।পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সিনিয়র মহাব্যবস্থাপক ড.আকন্দ মোঃ রফিকুল ইসলাম গত ২২ থেকে ২৪ আগষ্ট পর্যন্ত বগুড়ার জাতীয় পর্যায়ের বে-সরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন।পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর আরএমটিপি প্রকল্পের সেক্টর ভেল্যুচেইন স্পেশালিষ্ট ডাঃ এসএম নিয়াজ মাহমুদ,ব্যবস্থাপক এন্ড নিউট্রিশন স্পেশালিষ্ট কপিল কুমার পাল,ভেল্যুচেইন প্রজেক্ট ম্যানেজার ডাঃ মোঃ এরফান আলী ও মনিটরিং অফিসার মোঃ আনিছুর রহমান প্রমূখ।গাক এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন এর সভাপতিত্বে সংস্থার প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় করেন।আলোচনা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাক’র এর সিনিয়র পরিচালক ড.মোঃ মাহবুব আলম, পরিচালক-এমএফ পংকজ কুমার সরকার,পরামর্শক মোঃ মোবারক হোসেন তালুকদার,উপ-পরিচালক অর্থ ও হিসাব মোঃ রাফিউল ইসলাম,মোঃ খোরশেদ আলম,সিনিয়র সহকারী পরিচালক মোঃ আরমান হোসেন, মোঃ রাশেদ বিল্লাহ,সমন্বয়কারী-কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন সরদার জিয়া উদ্দিন ও সহকারী পরিচালক মোঃ সাইদুল ইসলামসহ সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। পরে বগুড়া অঞ্চলে
গাক কর্তৃক বাস্তবায়িত PACE প্রকল্পের আওতায় দেশের প্রথম স্থাপিত দেশী মুরগির প্রসেসিং প্লান্ট”পল্লী মিট এন্ড এগ” পরিদর্শন করে প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেন।এছাড়াও তিনি গাবতলী ও সারিয়াকান্দি উপজেলায় বাস্তবায়নাধীন আরএমটিপি প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সংস্থার প্রধান কার্যালয়ের হল রুমে ফাউন্ডেশনের ৮টি সহযোগি সংস্থার আরএমটিপি প্রকল্পের ফোকাল পারসন ও প্রজেক্ট ম্যানেজারদের সাথে “কর্মকান্ড পর্যালোচনা বিষয়ক প্রশিক্ষণ” এ অংশগ্রহন করে তিনি বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।