ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১৩

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা ও মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই (নিঃ) দিদার আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালীর মডেল থানার পাটগুদাম বিহারী ক্যাম্প এলাকা হতে নিয়মিত মামলায় আসামী কোতোয়ালীর পাটগুদাম বিহারী ক্যাম্প এর নবী হোসেন ওরফে কালু(৩০)কে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) জহিরুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালীর মডেল থানার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চায়না মোড়স্থ ভাই ভাই হোটেলের সামনে পাকা রাস্তার উপর চোরাচালানের দায়ে বিশেষ ক্ষমতা আইনে মামলায় ০২জন আসামী নেত্রকোনার দূর্গাপুরের কোনা ফান্দার (মিনকি ফান্দা বাজার সংলগ্ন) মোঃ আঃ হেলিম (২২),, ২। মোঃ রতন আলী (২১)কে গ্রেফতার করেন এবং আসামীদ্বয়ের নিকট হতে সর্বমোট ২৩ (তেইশ) বোতল বিদেশী মদ যাহার প্রতিটির গায়ে ইংরেজীতে ROYAL STAG 750ml লেখা, প্রতিটি বোতলে কর্ক ইনটেক আছে। যাহার মোট ওজন ১৭.২৫০ (সতের দশমিক দুইশত পঞ্চাশ)লিটার, সর্বমোট মূল্য ৬৯,০০০/-(উনষত্তর হাজার) টাকা এবং দুইটি মোবাইল ফোন এবং নগদ ৩৯৩০/-(তিন হাজার নয়শত ত্রিশ) টাকা উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) আল মামুন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালীর মডেল থানার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চায়না মোড়স্থ ভাই ভাই হোটেলের সামনে পাকা রাস্তার উপর চোরাচালানের দায়ে বিশেষ ক্ষমতা আইনে মামলায় ০২জন আসামী নেত্রকোনা, কমলাকান্দার ফুলবাড়ীর মোঃ শফিকুল ইসলাম (৩০) ঢাকা পূর্ব পদরদিয়া, থানা-বাড্ডার সোহাগ আল মামুন (৪২)কে গ্রেফতার করা হয় এবং আসামীদ্বয়ের নিকট হতে Dark Fantasy Choco Fills মোট ২৩০০ বিস্কুট, মূল্য ২৩,০০০/-টাকা এবং Dark Fantasy Bourbon ও Dark Fantasy Choco Fills মোট ১৪০০ পিস বিস্কুট, মূল্য ১৪,০০০/-টাকা সর্বমোট ৩৭০০ পিস ভারতীয় বিস্কুট, সর্বমোটমূল্য ৩৭,০০০/-টাকা এবং ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) সোহেল রানা এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালীর মডেল থানার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চায়না মোড়স্থ ভাই ভাই হোটেলের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ব্রাহ্মনবাড়ীয়া কসবা থানার কুটি দক্ষিনপাড়ার (ভাসমান) আমান উল্লাহ (৪২) কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ২৯০ (দুইশত নব্বই) গ্রাম গাঁজা, পেপার দিয়ে মোড়ানো ৩৩(তেত্রিশ) পুরিয়া, যাহার মূল্য অনুমান ৩,০০০/-(তিন হাজার) টাকা উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) মেহেদী হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে পল্লবী থানা ডিএমপি ঢাকা হতে পল্লবী থানা পুলিশের সহায়তায় অপহরন মামলার আসামী হালুয়াঘাট ঠেঙ্গাবরের জাহাঙ্গীর আলম(১৯), এপি/সাং-নুরের চালা পশ্চিমপাড়া (আপনের বাসার ভাড়াটিয়া), থানা-ভাটারা, জেলা-ডিএমপি ঢাকাকে গ্রেফতার করেন এবং অপহৃতভিকটিম মৃত্তিকা রানী বিশ্বাস (১৭) কে উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) রাশেদুল ইসলাম এর নেতৃত্বেঅভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালীর মডেল থানার চরপাড়া মোড় হইতে চুরি পুরাতন মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে গন্দ্রপা মোড়লবাড়ীর সুমন আলী ওরফে সোবহান (২০), কলেজ রোড একাডেমীর সামনে, মোঃ তুহিন (২৮),কে গ্রেফতার করা হয়।
এএসআই (নিঃ) সুজন চন্দ্র সাহা এর নেতৃত্বেঅভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালীর মডেল থানার চর খরিচা জনৈক হোসেন এর পতিত জমি হইতে জুয়া খেলার অপরাধে ০২জন আসামী কোনাপাড়ার মো: এমদাদুল হক(৪০) ও চরখরিচার আবু মোহাম্মদ নাইম(২৯)কে গ্রেফতার করেন। আসামীদ্বয়ের নিকট হতে ন ৫২(বায়ান্ন) টি তাস, যার প্রত্যেকটি কভার পৃষ্ঠায় ডলারের ছবি সংযুক্ত, নগদ ৭৫০/- (সাতশত পঞ্চাশ) টাকা যার মধ্যে ১০০/-টাকার নোট ০৩টি, ৫০/-টাকার নোট ০৭টি, ২০/-টাকার নোট ০৫টি, একটি লাল ও কালো রংয়ের টর্চ উদ্ধার করা হয়।

ইহা ছাড়াও এসআই কারুমল হাসান এবং খোরশেদ আলম প্রত্যেকে ০১টি করে জিআর মোট ০২টি জিআর বডি তামিল করেন। জিআর গ্রেফতারী পরোয়ানায় গ্রেফতার ২ জন হলেন, সেহড়া ধোপাখোলার বিমল সরকার ওরফে আব্দুল্লাহ (৩২) ও কুষ্টিয়া কাবারিয়াকান্দার কমলা খাতুন, এপি- ময়মনসিংহ কোতোয়ালী মোল্লাঘাট। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার