রেল লাইন নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ প্রকল্পের এডমিন কর্মকর্তার অবস্থান

রেল লাইন নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ প্রকল্পের এডমিন কর্মকর্তার অবস্থান

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ
ঢাকা-টঙ্গী-জয়দেবপুর নতুন রেল লাইন নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম হওয়ার অভিযোগ করেছেন প্রকল্পটির এডমিন কর্মকর্তা নাদিম মাহমুদ মোসলেম।শুক্রবার (২৬ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালনকালে নাদিম মাহমুদ মোসলেম এসব অভিযোগ করেন। তিনি বলেছেন, এই প্রকল্পের কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে। রয়েছে আর্থিক দুর্নীতিও।

নাদিম বলেন, এপকন্স ও ক্যাপিটাল জেবি নামে দুটি ভারতীয় কোম্পানি এই প্রকল্পের কাজ করছে। পাঁচ বছরে প্রকল্পটির কাজের অগ্রগতি ৩০ শতাংশও হয়নি। টঙ্গী থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত যে বেডের কাজ হয়েছে, তা সঠিকভাবে হয়নি।তিনি বলেন, যেভাবে বেড খনন করা, মাটি ও বালি দেওয়া, সাবব্লাশ ও ব্লাশ দেওয়ার কথা, সেভাবে কাজ পরিচালনা করা হয়নি। এছাড়া প্রকল্পের কাজে তেমন কোনো সেফটি নেই। রেলওয়ে থেকে বহুবার নোটিশ দেওয়ার পরও কোম্পানি দুটি কোনো ব্যবস্থা নেয়নি।

প্রকল্পের এডমিন বলেন, কর্মকর্তাদের দুর্নীতি ও অনিয়মের প্রমাণ আমার কাছে আছে। প্রকল্পটিতে বাংলাদেশের ১৩৪ জন কাজ করেন। কিন্তু চাকরির ভয়ে কেউ কথা বলছেন না। আমার কাছে মনে হয়েছে, দেশের একজন নাগরিক হিসেবে এর প্রতিবাদ করা দরকার। তাই আমি রাস্তায় দাঁড়িয়েছি। যাতে করে দুর্নীতি অনিয়ম আর না হয়।

তিনি আরও বলেন, এ বিষয়ে রেলমন্ত্রী ও দুদকের কাছে লিখিত অভিযোগ দেবো। প্রশাসনের কাছে আমি প্রমাণপত্রগুলো দাখিল করব।