ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১১ঃ ভারতীয় পণ্য উদ্ধার

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১১ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা ও মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই (নিঃ) আনিছুর রহমান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার ঢাকা বাইপাসস্থ গোলচত্বরের পূর্বপার্শ্বে পাকা রাস্তার উপর কতিপয় হতে বিশেষ ক্ষমতা আইনে মামলায় আসামী আলিফ হোসেন ওরফে রাজিব (৩০), পিতা-মোঃ আলমগীর হোসেন, সাং-চর লতারদী (অজি বাড়ী), থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর’কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে সাদা প্লাস্টিকর বস্তায় ৪৩০ (চারশত ত্রিশ) প্যাক orginal OREO বিস্কুট, যার ওজন ৫১ কেজি ৬০০ গ্রাম, যার মূল্য একুশ হাজার পাঁচশত টাকা, এক হাজার তিনশত বিশ প্যাক orginal OREO বিস্কুট, যার ওজন ৬১ কেজি ১১৬ গ্রাম, যার মূল্য তেত্রিশ হাজার টাকা, বর্ণিত ০১ নং ও ০২ নং আলামত MKT BY : Mondelez INDIA Foods Private LIMIED লেখা বিদ্যমান, ৫১০ (পাঁচশত দশ) পিস Hony Mony Soap যাহা গায়ে MFG by : SITAL SoAP Packaging Pvt LTD লেখা বিদ্যমান, যার পনের হাজার তিনশত টাকা, ১০ (দশ) পিস DOVE Cream beauty bathing bar সাবান যার গায়ে MFG by : HINDUSTAN UNILEVER LTD. HIMACHAL PRADESH লেখা বিদ্যমান, যার মুল্য এক হাজার) টাকা, ৩২ (বত্রিশ) পিস Margo নিম সাবান যাহা MADE IN INDIA লেখা বিদ্যমান, এক হাজার নয়শত বিশ টাকা, ২৪৫ (দুইশত পয়তাল্লিশ) পিস Heroine Soap যাহার গায়ে Mfg by : SWASTIK SOAP INDUSTRIES RAIPUR লেখাসহ অন্যান্য লেখা বিদ্যমান, যার মূল্য সাত হাজার তিনশত পঞ্চাশ টাকা Nestle KitKat চকোলেট মোট ৯৬৫ (নয়শত পঁয়ষট্টি) পিস, যার মূল্য ছিয়ানব্বই হাজার পাঁচশত টাকা, যার গায়ে Mfg by: NESTLE INDIA LTD লেখাসহ অন্যান্য লেখা বিদ্যমান, উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) উত্তম কুমার দাস এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার পাটগুদাম জয়বাংলা চত্ত্বর হতে পুরাতন গুদারাঘাট গামী রাস্তার হাজী কাশেম আলী কলেজের মাঠে প্রবেশের মাথায় সরকারী পাকা রাস্তার উপর হতে বিশেষ ক্ষমতা আইনে মামলায় আসামী পাপ্পু রাম(২৫), পিতা-দূর্গা রাম, সাং-মহারাজা রোড, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ০৭(সাত)বোতল বিদেশী মদ যাহার প্রতিটির গায়ে ইংরেজীতে MAGIC MOMENTS REMIX GREEN APPLE FLAVOURED VODKA, made in india লেখা আছে। যার মোট ওজন ২৬২৫ মিঃলিঃ যার প্রতিটি বোতল ইনটেক উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) উত্তম কুমার দাস এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার অপহরন মামলার আসামী গোলাম রাব্বী (২২), পিতা-মোঃ জিকরুল হক, , সাং-বিনবিনা, থানা-গংগাচড়া, জেলা্-রংপুর, এপি/সাং-শম্ভুগঞ্জ, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্র্রেফতার করেন।
এসআই (নিঃ) উজ্জল সাহা এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ সংলগ্ন এম. কে সুপার কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর হতে দস্যুতার চেষ্টা মামলার আসামী সুলতান (১৯), পিতা-মৃত নুরু মিয়া, সাং- পাটগুদাম মদের ডিপো (তাজু মিয়ার দোকানের সামনে), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন আসামীর নিকট হতে একটি স্টীলের ফোল্ডিং চাকু, যার খোলা অবস্থায় দৈর্ঘ্য অনুমান ২০.৯ (বিশ দশমিক নয়) সেঃ মিঃ, যার খোলা অবস্থায় উপরের অংশে একপাশ ধারালো এবং চাকুটি বন্ধ অবস্থায় দৈর্ঘ্য অনুমান ১২ (বার) সেঃ মিঃ, চাকুটি পুরাতন ও বাটের উপর মরীচিকা আছে উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) মেহেদী হাসান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার সিকে ঘোষ রোডস্থ ত্রিশাল পুরাতন বাসস্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বে Moms & Babies শো রুমের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১। শান্ত সরকার (২৭), পিতা-সমীর সরকার, সাং-নওমহল নন্দীবাড়ী, ২। মোঃ ইমন মিয়া (২২), পিতা-মৃত মাঈন উদ্দিন, সাং- বলাশপুর হাক্কানী মোড়ের বিপরীত পার্শ্বে, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ২০ (বিশ)টি Amarin নেশাজাতীয় ইনজেকশান, যার প্রতিটির গায়ে ইংরেজীতে Amarin (Im/IV) Injection লেখাসহ ইত্যাদি লেখা আছে, যার মোট ওজন ৪০ মিঃ লিঃ, যার আনুমানিক বাজার মুল্য ৩,০০০/-(তিন হাজার) টাকা, (২) ১৮ (আঠার)টি নেশাজাতীয় Easium Injection, যার প্রতিটির গায়ে ইংরেজীতে Easium Diazepam BP 10mg/2ml লেখাসহ ইত্যাদি লেখা আছে, যার মোট ওজন ৩৬ মিঃ লিঃ, যার আনুমানিক বাজার মূল্য ২,৭০০/- (দুই হাজার সাতশত) টাকা, (৩) ১৩ (তের)টি নেশাজাতীয় uprenorphine Injection, যার গায়ে Buprenorphine Injection 2ml ইত্যাদি লেখা আছে, যার মোট ওজন ২৬ মিঃ লিঃ, যার আনুমানিক বাজার মুল্য ২,৬০০/-(দুই হাজার ছয়শত) টাকা উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) কমল সরকার এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার কাচিঝুলি এলাকা হতে চুরি পুরাতন মামলার আসামী সিয়াম ইসলাম ইমরান(২৫), সাং-কাশর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) আশিকুল হাসান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার পুরাতন মামলার আসামী মোঃ খলিল (৩৭), পিতামৃতঃ আঃ লতিফ, মাতা-রোকিয়া বেগম, সাং-চর শ্রীকলদি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এসআই কারুমল হাসান, আনোয়ার হোসেন-১ এবং এএসআই আবুল হাসান প্রত্যেকে ০১টি করে জিআর মোট ০৩টি জিআর বডি তামিল করেন। জিআর গ্রেফতারী পরোয়ানায় গ্রেফতার ৩জন হলেন,-কোতোয়ালীর
কৃষ্টপুর মেডিকেল গেইট, শুভ (২২), চরকালীবাড়ী (জামাল মেম্বারের বাড়ীর পাশে), মোঃ সবুজ মিয়া(৪০) ও খাগডহর বটতলা রেল লাইনের দক্ষিনে, লিটন চন্দ্র সরকার।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার