মোবাইল কিনে না দেওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

মোবাইল কিনে না দেওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

BMTV Desk No Comments

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ
মোবাইল কিনে না দেওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন জুনায়েদ হোসেন (১৮) নামের এক তরুণ। শুক্রবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় ময়মনসিংহের গৌরীপুরে উপজেলার সহনাটী ইউনিয়নের সোনাকান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।জুনায়েদ হোসেন ওই এলাকার মো. জয়দুল্লাহর ছেলে। গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুনায়েদ মোবাইলে আসক্ত ছিলেন। সম্প্রতি তিনি নতুন মোবাইল কিনে দেওয়ার জন্য বাবার কাছে বায়না ধরেন। মোবাইল কেনার বাবার কাছে টাকা চান। পরে টাকা না পেয়ে অভিমান করেন জুনায়েদ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। পরে রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

শুক্রবার সকালে বাড়ির পাশে জঙ্গলে লটকন গাছে তাকে ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।