মতিউল আলম, বিএমটিভি নিউজঃ লুঙ্গি পরা, জুতা-জামা ছিড়া মানুষটাকে সবার আগে সেবা দিতে চাই। জনগণের ট্যাক্সে আমার বেতন হয়। জনগণের সেবা দিতে, নিরাপত্তা দিতে সরকার আমাকে এখানে পাঠিয়েছে। একথা বলতে পারি আমি কোন অবিচার হতে দিব না। আইনশৃঙ্খলা রক্ষায় কাউকে ছাড় দেব না। আজ শনিবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় ও পরিচিতি সভায় ময়মনসিংহ সদ্য যোগদানকারী ময়মনসিংহ নবাগত জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঁইয়া পিপিএম এসব কখা বলেন। তিনি আরো বলেন, তিনি সাংবাদিকদের সাথে সুসম্পর্ক রাখতে চান। সাংবাদিক ও পুলিশ কাঁধে কাধ মিলিয়ে কাজ করতে চাই।জনগনের কাংখিত সেবা স্বল্প সময়ে পৌছে দেওয়ার লক্ষে কাজ করবো। পুলিশ সুপারের কার্যালয়ের দরজা সবার জন্য খোলা। মনে রাখতে হবে তিনি সব হারিয়ে সবশেষে আমার কাছে এসেছেন। তাকে সেবা দিতে ব্যর্থ হলে তার যাওয়ার আর কোন রাস্তা থাকবেনা । ময়মনসিংহে কি কি সমস্যা আছে তা তিনি সাংবাদিকদের কাছে জানতে চান।
সাংবাদিকরা জানান, ময়মনসিংহ সবচেয়ে বড় সমস্যা শহরে যানজট। পুলিশ সুপার যানজট নিরসনে সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতা চান। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বিভিন্ন সমস্যা ও সমাধানের পরামর্শ দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রায়হানুল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী, শাহিনুল ইসলাম ফকির, হাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান, দীপক চন্দ্র মজুমদার, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিকু পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, ডিবির ওসি সফিকুল ইসলাম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
পুলিশ সুপারের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুইয়া এর আগে জয়পুরহাট জেলা পুলিশ সুপার কর্মরত ছিলেন। তিনি ২৫ তম বিসিএস পুলিশে যোগদান করেন। তিনিব্রাহ্মবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ধনাশী গ্রামে মুসলিম সভ্রান্ত পরিবারের জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে অর্নাস ও মাস্টার্স এ ২য় স্থান লাভ করেন। ২০১২-১৪ সালে তিনি এএসপি(সদর সার্কেল) হিসেবে নড়াইল জেলায় কর্মরত ছিলেন। ২০১৪-২০১৫ সালে তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশন MINUSTAN এর অধীন হাইতি তে Individual Police Officer (imo) হিসেবে হাইতি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান ও হাইতি ন্যাশনাল পুলিশ এর capacity building কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স এর ইউএন এ্যাফেয়ার্স এ দায়িত্ব পালন করেন। তিনি ২০১৭ সাল হতে ২০২০ পর্যন্ত বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকা জেলা হিসেবে দায়িত্ব পালনকালীন তিনি আমিনবাজার নবীনগর, বাইপাইল, আশুলিয়া, নবীনগর বারবাড়িয়া এলাকায় অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন সিসিটিভি প্রকল্প বাস্তবায়ন ও সাভার থানায় অত্যাধুনিক সেন্ট্রাল কমান্ড ও মনিটরিং সেন্টার এর প্রকল্প পরিচালক হিসেবে। প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১৮ সালের নভেম্বরে পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন। তিনি ২০২০-২০২১ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) হিসেবে কর্মরত ছিলেন। তিনি পুলিশ সুপার জয়পুরহাট হিসেবে কর্মরত থাকাকালীন মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকশিতকরণের লক্ষ্যে জয়পুরহাট পুলিশ লাইন্স এ মুক্তিযুদ্ধের কার গৌরবময় স্বাধীনতা প্রতিষ্ঠা এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে ১০০ জন মাদক ব্যবসায়ীকে ও অবৈদ কিডনি পাচার চক্রের প্রতারণার শিকার ১৫ জন অসহায়, দুস্থ ও গরিব রোগীদের আর্থিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করেন। এছাড়া তিনি মাদকদ্রব্য উদ্ধার, চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও অবৈধভাবে কিডনি পাচার চক্রের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান পরিচালনায় ব্যাপক সফলতা অর্জন করেন। অসাধারণ পেশাদারিত্ব ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে IGP Exemplary Good Services Badge’ ও ২০১৮ সালে President, Police Medal (PPM) সেবা লাভ করেন। মহান মুক্তিযুদ্ধের প্রামাণ্য ও প্রশংসনীয় ‘গৌরবময় স্বাধীনতা গ্রহের সম্পাদক তিনি। এছাড়া ২৫তম বিসিএস (পুলিশ) এর ১০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত “স্মরণ ৩য় সংখ্যা ২৫তম বিসিএস পুলিশ এর পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে মৌলিক প্রশিক্ষণ সমাপনি কুচকাওয়াজ উপলক্ষে প্রকাশিত ‘দীপ্ত স্মরণিকা সম্পাদনা করেন। তার স্ত্রী ডা. রেবেকা শারমিন পেশায় একজন চিকিৎসক। তিনি এক পুত্র সন্তান ও এক কন্যা সন্তানের জনক।