ধর্ষণের অভিযোগে পুলিশ কন্সটেবলের  বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ধর্ষণের অভিযোগে পুলিশ কন্সটেবলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

BMTV Desk No Comments

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ  পিবিআই’র প্রাথমিক তদন্তে তরুণীকে ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়ায় ময়মনসিংহ পুলিশ লাইনসে কর্মরত কন্সটেবল সাদ্দাম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

রোববার (২৮ আগস্ট) দুপুরে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. রাফিজুল ইসলাম এ গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। আসামি সাদ্দাম হোসেন গৌরীপুর উপজেলার অচিন্ত্যপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের বাসিন্দা মৃত আমীর আলীর ছেলে। ২০১৫ সালে তিনি কনস্টেবল হিসেবে পুলিশে যোগ দেন।

আদালতের পেসকার মো. সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান, বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলাটি বিজ্ঞ আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলাকে তদন্তের নির্দেশ দেন। পরে তাদের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দিয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী মতিউর রহমান ফয়সাল বলেন, ২০২১ সালের ২২ অক্টোবর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় ভুক্তভোগী তরুণীর জবানবন্দি গ্রহণ শেষে পিবিআইকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে বলেন আদালত।

LATEST POSTS