You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃময়মনসিংহ নগরীর ১১টি বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ল্যাবে অভিযান পরিচালনা করে ৬টি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার সীলগালা এবং ৫টিকে সতর্ক করা হয়েছে ।
অভিযানে লাইসেন্স না থাকায় ময়মনসিংহ নগরীর কৃষ্টপুরের আইডিয়াল নার্সিং হোম, আল-জান্নাত হাসপাতাল প্রাইভেট লিমিটেড, ভাটিকাশরে আল-মদীনা স্পেশালাইজড হাসপাতাল ও সৃষ্টি হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করা হয় । এছাড়া আল-মদীনা ডায়াগনোস্টিক সেন্টার ও সৃষ্টি ডায়াগনোস্টিক সেন্টারের প্যাথলজি ল্যাব সিলগালা করে দেয়া হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপ-পরিচালক ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ ও সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলামমের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ মোঃ শাহজাহান ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহমেদ প্রমূখ।
এই সময় ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলামমের বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা পাওয়ার পর আজ অভিযান পরিচলনা করা হয়েছে। লাইসেন্স না থাকায় ৬ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করা হয় এবং বিভিন্ন ধরণের অনিয়মের প্রমাণ পাওয়ায় অন্যান্য ক্লিনিককে সতর্ক করে ৭ দিন সময় বেঁধে দেওয়া হয় তাদেরকে কাগজপত্র আপডেট করতে ।এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম ।