ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানে অনিয়মের অভিযোগ

ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানে অনিয়মের অভিযোগ

August 30, 2022 98 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ প্রজেক্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজে নিন্মমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠেছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন, বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র আব্দুস ছাত্তার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তৌহিদ আহমেদ ও অন্যান্য মুক্তিযোদ্ধাগণ পরিদর্শন করেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, তোফাজ্জল হোসেন, হাবিবুর রহমান হলুদ, আব্দুল হাই, নূরুল হক অভিযোগ করেন নিন্মমানের সামগ্রী ব্যবহার করে ভবনের কাজ করা হয়। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রধানমন্ত্রীর বিশেষ প্রজেক্ট। সারা বাংলাদেশে যতগুলো মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হয়েছে তার মধ্যে হয়তো ঈশ্বরগঞ্জের বিল্ডিং এ সবচেয়ে বাজে কাজ হয়েছে বলে দাবী করেন মুক্তিযোদ্ধারা। তাঁরা আরো জানান, এত টাকার প্রজেক্টে এত বাজে কাজ মানা যায় না। ভবনটি হস্তান্তরের পূর্বেই বিভিন্ন স্থানে ফাটলসহ ফাটা টাইলস ব্যবহার করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী তৌহিত আহামেদ জানান, ৫তলা বিশিষ্ট বিল্ডিং এর ব্যয় ধরা হয় ৩ কোটি ১৪ লাখ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঠিকাদারী প্রতিষ্ঠান হৃদয় এন্টার প্রাইজের মাধ্যমে ২০২০-২১ অর্থ বছরে কমপ্লেক্স ভবন তৈরির কাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী জুলাই ২০২০ কাজ শুরু কথা থাকলেও শুরু হয় ২০২১সালের মার্চ মাসে। ভবন নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের কাউকে খুজে পাওয়া যায়নি।

উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন, রড, সিমেন্ট, ডালাইসহ অন্যান্য কাজ সঠিক ভাবেই করা হয়েছে। ফিনিশং-এ কিছু ক্রটি আছে, এগুলো সমাধান করতে হবে। এখনও বিল ছাড় দেয়া হয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন বলেন, মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স নির্মানে যেসব ক্রটিগুলো সামনে এসেছে সেগুলো দ্রুত সমাধান করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে বলা হবে।

সাম্প্রতিক