You must need to login..!
Description
স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১১ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করতে কোতোয়ালী মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে ১১জনকে গ্রেফতার করে।
কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ)শাহ মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার চিহিৃত মাদক ব্যবসায়ী মাসকান্দা হাইস্কুল রোডের ফরহাদ আহম্মেদ (২৮) ও বাঘমারার (ভাসমান), শান্ত (২৬) কে ১৫০০(এক হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) কামরুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ মোড় হতে দস্যুতার চেষ্টা মামলার -কৃষ্টপুর মালঞ্চ কলোনী আসামী আল আমিন (২৫)কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) তানভীর আহমেদ ছিদ্দীকী এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার চরপাড়া থেকে ধোপাখলাগামী রাস্তার পাশে
অবস্থিত নিউ সামা মেডিকেল হল এর ভিতর হতে মাদক ব্যবসায়ী সেহড়া ধোপখলার (শেওড়া চামড়াগুদাম) মোঃ লুৎফুর রহমান (৬৮) কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ৬১ (একষট্টি) টি নেশা জাতীয় বিভিন্ন ধরনের ইনজেকশন, যার সর্বমোট ওজন ১২২ মি.লি.এবং
মোট মূল্য ৯,১৫০/-টাকা ২। সেডিল ট্যাবলেট ৪৪০ (চারশত চল্লিশ)টি, মোট ওজন ২২০০ মি.গ্রাম, মোট মূল্য ২,২০০/-টাকা
এবং, ৩। ইজিয়াম ট্যাবলেট ৪০০(চারশত)টি, মোট ওজন ২০০০ মি.গ্রাম, মোট মূল্য ২,০০০/-টাকা উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) মাহফুজুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার কেওয়াটখালী বাইপাস মোড় রেল ক্রসিং সংলগ্ন ইসমাইল
মামার হোটেলের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী তারাকান্দার ঘিটুয়ারীর (ঘিটুয়ারী মোঃ ফজলুল হক(৩০)কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ৪৮০ (চারশত আশি) পিস কথিত ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ৪৮ (আটচল্লিশ) গ্রাম, মোট মূল্য
এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এবং একটি মরিচা ধরা লোহার কভার সংযুক্ত মাল্টিফাংশনাল নাইফ, যার খোলা অবস্থায় দৈর্ঘ্য অনুমান ১৫ (পনের) সেঃ মিঃ, বন্ধ অবস্থায় দৈর্ঘ্য অনুমান ৮.৮ (আট দশমিক আট) সেঃ মিঃ উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) দেবাশীষ সাহা এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার চরপাড়া এলাকা হইতে বাদী পক্ষের লোকজন এবং স্থানীয় জনগন কর্তৃক মামলার
এজাহারনামীয় কিশোর অপরাধী ১। অনয়(১৬), পিতা-শরাফত আলী, সাং-মাসকান্দা বাসষ্ট্যান্ড সংলগ্ন, আগরাকান্দা,
থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে ধৃত করেন।
এসআই (নিঃ) আল মামুন এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হইতে চুরি মামলায় ১। ওয়াজ করুনী (২৪), পিতা-
সুরুজ আলী, সাং-কৃষ্টপুর, ২।তানজির আহম্মেদ রিফাত (২৫), পিতামৃত-কামাল হোসেন, সাং-আলিয়া মাদ্রাসা রোড, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) সোহেল রানা এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার টাউন হল মোড় আঞ্জুমান ঈদগাহ মাঠের মেইন গেইটের সামনে হতে মাদক ব্যবসায়ী কাচিঝুলি হামিদ উদ্দিন রোডের মোঃ শামীম (২৭) কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ৫ পুটলা হেরোইন উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) ফারুক আহম্মেদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার ষ্টেশন রোড গাঙ্গিনারপাড় রোড হতে কৃষ্টপুর মোঃ আঃ রশিদরে ছেলে মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ (৪১), গ্রেফতার করা হয় ।
ইহা ছাড়াও এসআই আশিকুল হাসান অভিযান চালিয়ে ১টি সিআর সাজাপ্রাপ্ত বাঘাডোবার মোঃ ইয়াসিন, এবং এসআই দেবাশীষ সাহা অভিযান চালিয়ে রামকৃষ্ণ মিশন রোড থেকে ১টি জিআর মামলার আসামী রনিকে গ্রেফতার কার হয়। পরে গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।