স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ সারাদেশে একযোগে সরকার ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহে প্রান্তিক জনগোষ্ঠির মাঝে ওএমএস ও খাদ্যবান্ধব চাল-আটা বিতরণ শুরু হয়েছে। জেলায় প্রান্তিক জনগোষ্ঠির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ে সারাদেশে ওএমএস, টিসিবি ও খাদ্য বান্ধব কর্মসূচির চাল প্রতি কেজি ৩০ টাকা ও আটা ১৮ প্রতি কেজি বিক্রি করা হচ্ছে। এ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।
জেলায় ভূর্তকি মূল্যে জেলার ১৪৫ ইউনিয়নে ২ লাখ ৯৮ হাজার ৪৮ পরিবারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল (১৫ টাকা প্রতি কেজি ) বিক্রি করা হবে বলেও জানান বিভাগীয় কমিশনার।
তিনি আরও জানান, আগে খাদ্যবান্ধবের চাল ১০টা দরে বিক্রি হলেও সম্প্রসারিত এই কর্মসূচির চাউল এখন থেকে ১৫ টাকা কেজি দরে বিক্রি হবে।বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রায়না আহম্মদ, আঞ্চলিক খাদ্য কর্মকর্তা মো.আমিনুল এহসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী প্রমূখ। প্রেস ব্রিফিং শেষে নগরীর বাতির কল এলাকায় বিতরন কর্মসূচীর উদ্ধোধন করা হয়। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।