You must need to login..!
Description
স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ০৭ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করতে কোতোয়ালী মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে ৭ জনকে গ্রেফতার করে।
এসআই (নিঃ) উজ্জল সাহা এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার বাঘমারা রোডস্থ ময়মনসিংহ মেডিকেল কলেজ হোস্টেলের গেইট এর সামনে
হতে মাদক মামলায় আসামী সেহড়ার ধোপখলার (সেহড়া মুন্সীবাড়ী) , আমিনুল ইসলাম(৩৫),কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে মোট ১৮ (আঠারো) পিস নেশা জাতীয় ইনজেকশন যাহার মধ্যে ১০(দশ) পিসের গায়ে ইংরেজীতে BUPRENARPHINE INJECTION I.P.2ml লেখা আছে, এবং ০৮ (আট) পিস এর গায়ে ইংরেজীতে Amarin INJECTION 2ml লেখা আছে, ওজন (১৮x২)=৩৬ (ছয়ত্রিশ) এমএল উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) অসীম কুমার দাস এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার ঢাকা বাইপাস মোড়স্থ মুক্তাগাছা রোড়মুখী আড্ডা বাড়ী রেস্টুরেন্ট এন্ড ক্যাফে এর সামনে পাকা রাস্তার উপর হতে দস্যুতার চেষ্টা মামলায় আসামী – ইটাখোলা রোড (উত্তর) (ইটাখোলা রোড) সাজ্জাদ(২০),কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে একটি কালো প্লাস্টিকের বাটযুক্ত স্টীলের চাকু, যাহার গায়ে STAINLESS STEEL লেখা সহ অন্যান্য লেখা আছে। বাটসহ দৈর্ঘ্য ২১.২ (একুশ দশমিক দুই) সেঃ মিঃ। বাটের দৈর্ঘ্য প্রায় ১০(দশ) সেঃ মিঃ, এক পাশ ধারালো। যাহার একটি কালো প্লাস্টিকের কভার আছে উদ্ধার করা হয়।
ইহা ছাড়াও এসআই মাহফুজুর রহমান, কামরুল ইসলাম, আনিছুর রহমান এবং এএসআই আল আমিন, সাইফুল ইসলাম-২ প্রত্যেকে পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১টি করে জিআর মোট ০৫টি জিআর বডি তামিল করেন।
জিআর মামলা গ্রেফতারী পরোয়ানায় কোতোয়ালীর বোররচর নয়াপাড়া, নোমান(২৯), রুপাখালী খাঁ বাড়ীর রফিকুল ইসলাম মিন্টু(৪৫), -নিহালিকান্দার মনির হোসেন, সানকিপাড়া শেষ মোড়, সিএমবি মসজিদ সংলগ্ন, চৌকিদার বাজার ভাড়াটিয়া ফোরকান আলী,ও চর কালীবাড়ী, মোঃ মানিক মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।