বগুড়ায় টিএমএসএস মেডিক্যাল কলেজে মেডিকল অক্সিজেন প্লান্টের উদ্বোধন

image

You must need to login..!

Description

আব্দুল খালেক পিভিএম।। দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে ষ্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আর্থিক সহায়তায় স্থাপিত“মেডিকল অক্সিজেন প্লান্টের”উদ্বােধন করা হয়।টিএমএসএস মেডিক্যাল কলেজে ১ সেপ্টেম্নর এ প্লান্টের উদ্বোধন করা হয়েছে। মেডিকল অক্সিজেন প্লান্টের উদ্বোধন করেন ষ্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়।উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা,টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড. হােসনে আরা বেগম,উপনির্বাহী পরিচালক-২ ডাঃ মতিউর রহমান, উপনির্বাহী পরিচালক ও সেক্টর প্রধান মোঃ সোহরাব আলী খান,হেম সেক্টরের উপদেষ্টা আয়শা বেগম ও বগুড়া ডোমেইন প্রধান মোঃ রেজাউল করিম প্রমুখ। এ সময় টিএমএসএস মেডিক্যাল কলেজের শিক্ষক মন্ডলী,ডিডি মোঃ মোমিনুল ইসলাম,স্টাফবৃন্দ,নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান ও মোঃ আঃ হান্নান সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও টিএমএসএস এর বিভিন্ন বিভাগ প্রধান উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার