স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই মবিলসহ মবিল চুরি মামলার মূল আসামিকে গ্রেফতার করেছে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, জেলা পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঞা পিপিএম সার্বিক দিকনির্দেশনায় মবিল চুরির মূল আসামী গ্রেফতার ও চোরাই মবিল উদ্ধার করা হয়েছে।গতকাল রাতে গাজীপুর সহ ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উক্ত চুরির মূল হোতা চোর কোতোয়ালীর কেওয়াটখালী মরাখোলা পাওয়ার হাউজ রোড এলাকার মোঃ আসাদুল ইসলাম (২৫) ও বর্তমান ভালুকার -কালার স্কয়ার মাস্টারবাড়ীর জনৈক ফেরদৌস এর বাসার ভাড়াটিয়াকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী মডেল থানার এসআই নিরুপম নাগ, এসআই শাহ মিনহাজ উদ্দিন নেতৃত্বে একটি টিম আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তার নিকট হতে চোরাই হওয়া আলামতের মধ্যে ২৫৭.৮ লিটার মবিল উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, এই মামলায় পূর্বে আরো ০২জন আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের নিকট হতেও মবিল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। কোতোয়ালী মডেল থানার মামলা নং-৮৩, তারিখ-২১/০৮/২০২২ ইং, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এর মামলার চোরাই হওয়া আলামত মবিল উদ্ধার করা হয়েছে।