শাওন, নূরে আলম, রহিমের রক্ত বৃথা যাবে না : এমরান সালেহ প্রিন্স

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ  শাওন, নূরে আলম, রহিমের রক্ত বৃথা যাবে না উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , তাদের রক্তাক্ত পথ বেয়ে সরকারের পতন হবে। রক্ত পিপাসু সরকার রক্তচক্ষু দেখিয়ে আন্দোলন দমন করতে পারবে না। সরকার সৃস্ট জনদুর্ভোগের বিরুদ্ধে আন্দোলন রক্তাক্ত করে, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী রক্তে রঞ্জিত করে নিজেদের পতন ডেকে আনছে। পৃথিবীর কোনও স্বৈরাচার রক্ত নিয়ে,লাশ ফেলে,দমন,নিপীড়ন করে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই,আওয়ামী সরকারও পারবে না।
তিনি আজ ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
সারাদেশে সরকারদলীয় সন্ত্রাসী ও পুলিশের হামলা এবং নারায়ণগঞ্জে মহানগর যুবদল নেতা মোঃ শাওনকে পুলিশ কর্তৃক গুলি চালিয়ে পৈশাচিকভাবে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি’র উদ্যোগে নগরীর নতুন বাজারে হরি কিশোর রায় রোডে বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম এর সভাপতিত্বে ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শুক্কুর মাহমুদ ববির সঞ্চালনায় অনুস্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন আহমদ বাচ্চু, যুবদলের উত্তর জেলা সভাপতি শামসুল হক, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক এড. দিদারুল ইসলাম রাজু বক্তব্য রাখেন ।
এহাড়াও ময়মনসিংহ আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. নুরুল হক, উত্তর জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান লিটন, হাফেজ আজিজুল হক,এ্যাড.সৈয়দ এনায়েতুর রহমান, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ,আনিসুর রহমান মানিক, আবু হাসনাত বদরুল কবির, হারুন অর রশিদ,আমিরুল ইসিলাম ভুইয়া মনি, হাবিবুল ইসলাম শহীদ, মহিলা দলের দক্ষিন জেলার সভানেত্রী ফরিদা ইয়াসমিন পারভীন ,উত্তর জেলার সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু,জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ ,দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ সালমান ডুনন, সাধারণ সম্পাদক রায়হান শরীফ টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন ।

প্রতিবাদ সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, সরকার শোচনীয় পতন ও পরাজয়ের ভয়ে গণতন্ত্র ,আইনের শাসন ,ভোটাধিকার , মানবাধিকার ও জনগণকে বন্দী করে রেখেছে।এই বন্দীশালা ভেঙ্গে বাংলাদেশকে মুক্ত করার লড়াই শুরু হয়েছে। রাজপথেই এর ফয়সালা হবে। তিনি প্রশাসনের প্রতি সরকারের পেটুয়া বাহিনীতে পরিণত না হবার এবং গণতন্ত্র ,মানবাধিকারে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়ে বলেন, সরকার প্রশাসনকে দিয়ে গুম,খুন করে টিকে থাকতে যেয়ে তাদেরকে বিশ্ব নিষেধাজ্ঞার মধ্যে ফেলে দিচ্ছে। দেশপ্রেমিক দল হিসেবে বিএনপি তা চায় না।সরকারের পতন ঘন্টা বাজতে শুরু করেছে। আশা করি প্রশাসন জনগণের বিরুদ্ধে বন্দুক তুলবে না । তিনি বলেন, শাওন,আলম,রহিমসহ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে গণতন্ত্র কায়েম করে। সমাবেশে তিনি আজ কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রতিবাদ সমাবেশে, নেত্রকোনার বারহাট্টায় বিএনপির সম্মেলনে ও বিভিন্ন স্থানে হামলা, গুলি, অগ্নি সংযোগসহ নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে বলেন, এসব হামলা-নৈরাজ্যের হিসাব কড়ায় গন্ডায় নেয়া হবে ।