You must need to login..!
Description
শফিকুল ইসলাম, বিএমটিভি নিউজঃ ক্যারি অন বহাল সিজিপিএ বাতিলের দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) শিক্ষার্থীরা। সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১ টা পযর্ন্ত কলেজ ক্যাম্পাসে সামনে এমবিবিএস ৫৯ ও বিএডিসি ১১ ব্যাচের শিক্ষার্থীরা ক্যারি অন বহাল চাই, সিজিপিএ বাতিল চাই স্লোগান দিয়ে ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
এসময় শিক্ষার্থী মেহেরাব হোসেন মিয়াদ জানান, ২০২১-২০২২ সেশনে হঠাৎ করে বিএমডি ক্যারি অন বাতিল করে সিজিপিএ চালু করেছে।সিজিপি চালু থাকলে মেডিকেল শিক্ষার্থীদের রেজাল্ট বিভিন্ন ভাগে ভাগ করা হবে যার ফলে শিক্ষার্থীদের মাঝে একটা বৈষম্য সৃষ্টি হবে এবং রেজাল্ট ভালো করার জন্য একটি অসুস্থ প্রতিযোগীতা সৃষ্টি হবে। মেডিকেলের বাস্তব শিক্ষা থেকে শিক্ষার্থীরা দূরে সরে যাবে, তাই সিজিপিএ পদ্ধতি বাতিল চাই।মেডিকেল শিক্ষার্থী আরাফাত হাসান টুটুল জানান, মেডিকেল শিক্ষার্থীরা সাধারণ একটু বেশি চাপে থাকে এখন যদি সিজিপিএ চালু করা হয় তাহলে আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে।
সবাই রেজাল্ট ভালো করার জন্য অসুস্থ প্রতিযোগীতায় নামবে ফলে মেডিকেল শিক্ষার্থীরা বাস্তব শিক্ষার চেয়ে রেজাল্ট ভালো করার জন্য পড়াশোনা করবে।তাই এই সিজিপিএ পদ্ধতি বাতিল চাই।আফসারা বিনতে আরিয়ানা জানান,সিজিপিএ বাতিল করতে হবে কারন সিজিপিএ থাকলে একজন শিক্ষার্থী কোন এক বর্ষে ফেল করলে অন্য বর্ষে ক্লাস করতে পারবে না।যেটি ক্যারি অন পদ্ধতিতে ছিল না।তাই সিজিপিএ পদ্ধতি বাতিল করতে হবে ক্যারি অন বহাল করতে হবেএই বিষয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার আফতাব উদ্দিন আহমেদ বলেন স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে এই সিন্ধান্ত নেওয়া হয়েছে। সিজিপিএ পদ্ধতিতে শিক্ষার্থীদের কিছুটা সমস্যা হতে পারে তাই শিক্ষার্থীরা আন্দোলন করছে। মন্ত্রনালয় যে সিদ্ধান্ত নিয়েছেন এখানে আমাদের কিছু করার নেই।মন্ত্রনালয় যে সিদ্ধান্ত নিবে আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবো।##