You must need to login..!
Description
স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ২৩ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করতে কোতোয়ালী মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে ২৩জনকে গ্রেফতার করে।
এসআই (নিঃ) তানভীর আহমেদ ছিদ্দিকী এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হতে ডাকাতির চেষ্টা মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে কাশর জেল রোড গলগন্ডা, রকিবুল হক রানা (২১) কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) নিরুপম নাগ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার চরপাড়াস্থ ময়মনসিংহ মেডিকেল কলেজ গেইটের সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে ২জন মাদক ব্যবসায়ী নেত্রকোনার পূর্বধলার বানিয়াকান্দার জাহাঙ্গীর হোসেন (৩৫) ও সোহেল (২২)কে গ্রেফতার করেন এবং আসামীদ্বয়ের নিকট হতে ৫০০(পাঁচশত)পিস ইয়াবা ট্যাবলেট, ওজন অনুমান ৫০(পঞ্চাশ)গ্রাম উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) শাহ মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার মাসকান্দা খালপাড়স্থ জনৈক মোঃ আবুল কাশের এর বাড়ীর ৩য় তলায় ধৃত আসামী মোঃ রিপন মিয়া ওরফে ব্রিটিশ রিপনের ভাড়াটিয়া বাসা হতে ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয় এবং আসামীর নিকট হতে ৩৫০০(তিন হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ৩৫০ (তিনশত পঞ্চাশ) গ্রাম উদ্ধার করা হয়।
ইহা ছাড়াও এসআই(নিঃ) হাবিবুর রহমান, নিরুপম নাগ, আনোয়ার হোসেন-০১নং ফাড়ি, ফারুক আহমেদ-০১নং ফাড়ি, সোহেল রানা, তাইজুল ইসলাম, উজ্জল সাহা-০১নং ফাড়ি, অসীম কুমার দাস, জহিরুল ইসলাম এবং এএস আই(নিঃ) সুজন চন্দ্র সাহা, নুরুজ্জামান, আবুল হাসান, আল আমিন-০১নং ফাড়ি, দুলাল চন্দ্র রায়, মাসুম রানা, আব্দুস সাত্তার, শাহজালাল-০২নং ফাড়ি প্রত্যেকে পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৪টি সিআর গ্রেফতার পরোয়ানা এবং ১৪টি জিআর গ্রেফতারী পরোয়ানা তামিল করেন।
এসআই সোহেল রানা-০২নং ফাড়ি ০১টি জিআর সাজা বডি তামিল করেন। জিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ০১ জন হলেন নওমহল নন্দীবাড়ি মোঃ আসাদ মিয়া আসছুল । সিআর গ্রেফতারী পরোয়ানায় ৪ জন হলেন ৮০/এল কেওযাটখালী রেলওয়ে, সোহেল, পিতা-আঃ মজিদ, আজমতপুর সিরাজ মোড়ল বাড়ীর এলাহী, চর ঈশ্বরদিয়া (ফকির বাড়ীর পাশের বাড়ী) মোঃ ইসব মিয়া, কেওয়াটখালী (পাওয়ার হাউজ রোড,) মাজহারুল হক শুভ।
জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানায় ১৪ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন, কোতোয়ালীর গলগন্ডার মোঃ আনোয়ার হোসেন (৩৮), চর কালিবাড়ী আল আমিন ওরফে আলো, -চর ঝাউগড়া কুড়ের পাড়ের জলিল ও খলিল, ও আলামিন, রমেশ সেন রোড, হোল্ডিং-০৯, স্বদেশী বাজারের মোছাঃ শেফালী আক্তার (৪৬), গোল পুকুরপাড়া গোবিন্দ গাঙ্গলী রোড, মৃত্যুঞ্চয়ী স্কুল সংলগ্ন, বজলুর রহমান চৌধুরী বাবুল (৫৩), গোহাইলকান্দি মীরবাড়ীর মোঃ রাজিব, চর কালিবাড়ী ব্রীজ মোড়ের মোঃ মিজানুর রহমান কাজল, বলাশপুর শিমুলতলীর মোঃ সুমন (২০), খাগডহরের মোঃ রিপন মিয়া ওরফে ব্রিটিশ রিপন (৪২) ও মোঃ রিপন মিয়া (৪২), ৬৯/১ খাগডহর মধ্যপাড়ার রিপন ওরফে ব্রিটিশ রিপন (৪২), আকুয়া জুবলী কোয়াটার মড়লপাড়ার আব্দুল্লাহ আল জোবায়েদ। গ্রেফতারকৃত প্রত্যেক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
মাদক মামলার আসামী ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারঃ
কোতোয়ালী থানার অভিযানে ৪,০০০(চার হাজার)পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসআই (নিঃ) নিরুপম নাগ, এসআই(নি:) শাহ মিনহাজ উদ্দিন, এএসআই(নি:) সুজন চন্দ্র সাহা, কনস্টেবল জোবায়েদ, কনস্টেবল মিজানুর রহমান সহ একটি টিম মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতারের জন্য কোতোয়ালী মডেল থানা এলাকায় বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৪ সেপ্টেম্বর আসামী জাহাঙ্গীর হোসেন (৩৫), সোহেল (২২), পিতা-নবাব মিয়া, উভয় সাং- বানিয়াকান্দা, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোনাদ্বয়, রিপন মিয়া ওরফে ব্রিটিশ রিপন (৪৩), সাং-খাগডহর, এপি/সাং- মাসকান্দা খালপাড় (জনৈক মোঃ আবুল কাশেম এর বাসার ভাড়াটিয়া), -কোতোয়ালী, ময়মনসিংহদের নিকট হতে ৪,০০০(চার হাজার)পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।