ধোবাউড়ায় বজ্রপাতে স্কুলছাত্র নিহত

ধোবাউড়ায় বজ্রপাতে স্কুলছাত্র নিহত

BMTV Desk No Comments

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ধোবাউড়ায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আবু বকর (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গোয়াতলা ইউনিয়নের পূর্ব টাঙ্গাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত আবু বকর ওই এলাকার শাহাবুদ্দিনের ছেলে। সে পাটকা দামপাড়া উচ্চবিদ্যালয় ১০ম শ্রেণিতে পড়তো।  ধোবাউড়া থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, আবু বকর ধোবাউড়া-পুর্বধলা সীমান্ত এলাকার পুর্বধলার পাটকা দামপাড়া উচ্চবিদ্যালয়ে লেখাপড়া করতো। সকালের দিকে সে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ে ফেরার সময় বাড়ির কাছে আসতেই হঠাৎ বজ্রপাতে হলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

LATEST POSTS