
You must need to login..!
Description
ফারুক ইফতেখার সুমন, ঈশ্বরগঞ্জ থেকে- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নব গঠিত উপজেলা ছাত্রলীগের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে। মঙ্গলবার সন্ধ্যায় মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সোমবার সন্ধ্যার পর ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। ৩১ সদস্যের ঈশ্বরগঞ্জ উপজেলার আংশিক কমিটি অনুমোদন দেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। গত রোববার স্বাক্ষর করা কমিটি সোমবার সন্ধ্যায় প্রকাশিত হয়। দীর্ঘ ৭বছর পর নতুন কমিটি পাওয়ায় উচ্ছাসিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এরই মাঝে মঙ্গলবার সন্ধ্যার পর সেই নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করে ছাত্র লীগের নেতৃবৃন্দ।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সাবেক কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান প্রিতম, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য শিমুল আহমেদ, রাজিব আলামিন, পৌর ছাত্রলীগ নেতা আল মাসুম,এ এস এম আনোয়ার হোসেন মুন্না, মোয়াজ্জেম, আরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।