আব্দুল খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-১১, নাটোর ডোমেইন কর্তৃক আয়োজিত নাটোর ডোমেইনের অধীন নতুন নিয়োগ প্রাপ্ত মাঠকর্মীদের যোগদান ও ওরিয়েন্টেশন কর্মশালা ৭/৯/২২ তারিখ টিএমএসএসের নাটোর ডোমেইন কার্যালয়ের প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত হয়।টিএমএসএসের নাটোর জোনের,জোন প্রধান এএসএম আরিফুল বাশারের সভাপতিত্বে উক্ত কর্মশালায় নতুন নিয়োগ প্রাপ্ত ফিল্ড সুপারভাইজারদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের নাটোর ডোমেইনের,ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া।ডোমেইন প্রধান নতুন নিয়োগ প্রাপ্ত ও যোগদানকৃত মাঠ কর্মীদের টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।পাশাপাশি টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-৩ সেক্টর প্রধান মোঃ সোহরাব আলী খান ও হেম অপারেশন এন্ড আই পরিচালক মোঃ মাহাবুবর রহমানের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও স্বাগত জানান।তিনি নতুন নিয়োগ প্রাপ্ত ও যোগদানকৃত কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে এ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করার জন্য পরামর্শ দেন।তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে।তিনি এ প্রতিষ্ঠানের সকল সামাজিক ও মানবিক কর্মকান্ড গুলি জন সাধারণের মধ্যে তুলে ধরতে নতুন নিয়োগ প্রাপ্ত মাঠ কর্মকর্তাদের প্রতি আহবান জানান।অন্যদের মধ্যে টিএমএসএসের নাটোর ডোমেইনের,সিনিয়র এরিয়া প্রধান মোঃ জিন্নাতুন ইসলাম,এইচআর বিভাগের কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন,নাটোর অঞ্চলের,অঞ্চল প্রধান মোঃ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত থেকে প্রতিষ্ঠানের প্রোগ্রাম সম্পর্কে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।টিএমএসএসের নাটোর ডোমেইনে অধীন ৭ সেপ্টেম্বরে ৩১জন নতুন মাঠ কর্মী যোগদান ও ওরিয়েন্টেশন কর্মশালায় অংশ নেয়। টিএমএসএসে নতুন নিয়োগ প্রাপ্ত মাঠ কর্মীগন এ প্রতিষ্ঠানে যোগদান করতে আনন্দিত। তারা প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিতে যথাসাধ্য চেষ্টা করবেন বলে আশা ব্যক্ত করেন।