ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার ১১

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে  সাজাপ্রাপ্ত আসামী ১১ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহকে একটি বাসযোগ্য, নিরাপদ ও শান্তিময় ও মাদকমুক্ত নগর গড়তে নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের দায়ে ১১ জনকে গ্রেফতার করা হয়।
এসআই (সঃ) লুৎফর রহমান, ০১নং পুলিশ ফাড়ি এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার গাঙ্গিনারপাড় বারী প্লাজার সামনে হতে মাদক ব্যবসায়ী কোতোয়ালী ৩৩নং গাঙ্গিনারপাড় ষ্টেশন রোড, মোঃ সজল মিয়া (২৭), টাঙ্গাইল, কালিহাতি থানার পিছুটিয়া ধরবাড়ীর শীতল চন্দ্র ধর (৫০), এ/পি-চায়না মোড় আনন্দ শীন এর বাসার ভাড়াটিয়াকে গ্রেফতার করেন এবং আসামীদ্বয়ের নিকট হতে ১০ (দশ) গ্রাম হেরোইন, মোট ওজন ১০(দশ) গ্রাম উদ্ধার করা হয়।


এসআই (নিঃ) দিদার আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার আকুয়া মোড়ল পাড়া (দরগা পাড়া) সাকিনস্থ মেসার্স গফুর এন্টারপ্রাইজ এর সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী আকুয়া মোড়ল পাড়ার ওমর ফারুক (৩২)কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে নীল রংয়েল পলিথিনের ভিতর হইতে (র) ০১টি Amarin নেশাজাতীয় ইনজেকশন, যার গায়ে ইংরেজীতে IM/IV Use only লেখাসহ বিভিন্ন লেখা বিদ্যমান, যার মোট ওজন ২ মিঃ লিঃ, যার আনুমানিক বাজার মুল্য ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা (রর) ০১টি Easium নেশাজাতীয় ইনজেকশন, যার গায়ে ইংরেজীতে Diazepam 10mg in 2ml লেখাসহ বিভিন্ন লেখা বিদ্যমান, যার মোট ওজন ২ মিঃ লিঃ, যার মূল্য অনুমান ১৫০/-(একশত পঞ্চাশ)টাকা, (ররর)০১টি নেশাজাতীয় Buprenorphine Injection, যার গায়ের লেবেল ছেঁড়া অবস্থায় Buprenorphine Injection 2ml ইত্যাদি লেখা আছে, যার মোট ওজন ২ মিঃ লিঃ, যার আনুমানিক বাজার মুল্য ২০০/-(দুইশত) টাকা, জব্দকৃত ইনজেকশন এর সর্বমোট ওজন ৬ মিঃ লিঃ, এবং সর্বমোট মূল্য ৫০০/-(পাঁচশত) টাকা, এবং ধৃত আসামীর পরিহিত প্যান্টের সামনের ডান পকেট হতে (রা) একটি সবুজ রংয়ের প্লাস্টিকের এন্টিকাটার, যাহা খোলা অবস্থায় দৈর্ঘ্য অনুমান ১৮.৬ সেঃ মিঃ ও বন্ধ অবস্থায় ১২.৮ সেঃ মিঃ, যার গায়ে WARNING SHARP BLADE লেখা বিদ্যমান উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) কামরুল হাসান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার আকুয়া ওয়ারলেস রোড সংলগ্ন (বোর্ডঘর মোড়) মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়াকর্স এর সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১. মোস্তাফিজুর রহমান শান্ত(২২), পিতা-মোঃ মোছলেম উদ্দিন ,স্থায়ী: গ্রাম- আকুয়া (আকুয়া চুকাইতলী পীরবাড়ী) কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে একটি সিলভার রংয়ের ফোল্ডিং স্টীলের চাকু, যার খোলা অবস্থায় দৈর্ঘ্য অনুমান ১৯.৫ সেঃ মিঃ, বন্ধ অবস্থায় ১০.৫ সেঃ মিঃ, যার এক পাশ ধারালো ও বাটের অংশের ক্লিপ সংযুক্ত এবং বাটের একপাশে সোনালী রংয়ের পাত আছে, (২) একটি সিলভার রংয়ের এন্টিকাটার, যাহা খোলা অবস্থায় দৈর্ঘ্য অনুমান ১৯ সেঃ মিঃ, বন্ধ অবস্থায় দৈর্ঘ্য ১০.৫ সেঃ মিঃ, (৩) একটি সাদা পলিথিনের মধ্যে হালকা কমলা রংয়ের ০৮ (আট) পিস কথিত ইয়াবা ট্যাবলেট, যার মধ্যে একটি ক্ষয় যাওয়া, মোট ওজন ০.৮ (শূন্য দশমিক আট) গ্রাম, মোট মূল্য ২,৪০০/- (দুই হাজার চারশত) টাকা, (৪) মাদক বিক্রিত বাংলাদেশী বিভিন্ন প্রকার নোটের নগদ ২১০/-(দুইশত দশ) টাকা, (৫) একটি নীল রংয়ের VIVO এন্ড্রোয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) ফারুক আহম্মেদ, ০১নং ফাড়ি এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার গাঙ্গিনারপাড়স্থ টিপটিপ কনফেকশনারীর সামনে হতে মাদক ব্যবসায়ী মিন্টু মিয়া(২৫) কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ১০(দশ) গ্রাম উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) কমল সরকার এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার চুরখাই বাজার এলাকা হইতে ধর্ষন মামলার আসামী টাঙ্গাইল সদরের ঘারিন্দা আঃ কদ্দুছ (৪২), এপি/সাং- চুরখাই পশ্চিমপাড়া জনৈক আশিক উল্লাহ সোহাগ এর বাসার ভাড়াটিয়াকে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) আশরাফুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার ধর্ষন মামলার আসামী ভালুকার ২২১/২ পনাশাইল রোডের সাদ”সারোয়ার (৩৩)কে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) কামরুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার আকুয়া ওয়ারলেস রোড সংলগ্ন (বোর্ডঘর মোড়) হতে দস্যুতার চেষ্টা মামলায় আকুয়া (আকুয়া চুকাইতলী পীরবাড়ী) মোস্তাফিজুর রহমান শান্ত (২২),কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে একটি সিলভার রংয়ের ফোল্ডিং স্টীলের চাকু, যার খোলা অবস্থায় দৈর্ঘ্য অনুমান ১৯.৫ সেঃ মিঃ, বন্ধ অবস্থায় ১০.৫ সেঃ মিঃ, যার এক পাশ ধারালো ও বাটের অংশের ক্লিপ সংযুক্ত এবং বাটের একপাশে সোনালী রংয়ের পাত আছে, (২) একটি সিলভার রংয়ের এন্টিকাটার, যাহা খোলা অবস্থায় দৈর্ঘ্য অনুমান ১৯ সেঃ মিঃ, বন্ধ অবস্থায় দৈর্ঘ্য ১০.৫ সেঃ মিঃ, (৩) একটি সাদা পলিথিনের মধ্যে হালকা কমলা রংয়ের ০৮ (আট) পিস কথিত ইয়াবা ট্যাবলেট, যার মধ্যে একটি ক্ষয় যাওয়া, মোট ওজন ০.৮ (শূন্য দশমিক আট) গ্রাম, মোট মূল্য দুই হাজার চারশত টাকা, মাদক বিক্রিত বাংলাদেশী বিভিন্ন প্রকার নোটের নগদ ২১০/-(দুইশত দশ) টাকা, (৫) একটি নীল রংয়ের VIVO এন্ড্রোয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) মানিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার পর্নোগ্রাফী মামলায় কিশোর অপরাধী শেরপুর, নকলা থানার দড়িতেঘরির সিয়াম সরকার (১৭), এপি সাং-আকুয়া বোর্ডঘর, থানা- কোতোয়ালী ময়মনসিংহকে গ্রেফতার করেন।

ইহা ছাড়াও এসআই(নিঃ) আশিকুল হাসান এবং এএসআই(নিঃ) রেজাউল করিম প্রত্যেকে পৃথক পৃথক অভিযান চালিয়ে ০২টি জিআর সাজা গ্রেফতার পরোয়ানা তামিল করেন। জিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ২ জন।
কোতোয়ালী, পুটিয়ালীর দেলোয়ার, রেলির মোড় হাসু মিয়াকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত প্রত্যেক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার