বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহে মাস্ক না পড়ায় বেশ কয়েকজনকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মাস্ক না পড়া লোকজনকে মাস্ক প্রদান করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম ও মনোরঞ্জন বর্মন,সহকারী কমিশনার ময়মনসিংহ, ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম জানান, ময়মনসিংহ নগরীতে মাস্ক পরিধান সম্পর্কে সচেতনতা তৈরীতে সোমবার (২৩ নভেম্বর) দুপুরে টাউন হল মোড় ও নতুন বাজার এলাকায় অভিযান পরিচলানা করা হয়।
এসময় মাস্ক না পড়ায় ১১জনকে ৫ হাজার ১০০টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়। সচেতনতা তৈরীতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।