গফরগাঁওয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

গফরগাঁওয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

BMTV Desk No Comments

গফরগাঁও উপজেলা সংবাদদাতা ঃ গফরগাঁও উপজেলায় পানিতে ডুবে ইসমাইল (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মশাখালী ইউনিয়নের মশাখালী টানপাড়া সরকার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইসমাইল ওই এলাকার আরিফ হোসেনের ছেলে ও স্থানীয় মশাখালী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ইসমাইল প্রতিবেশী ফয়েজ মিয়ার ছেলে ইসরাতকে নিয়ে ক্রিকেট খেলছিল। হঠাৎ পানিতে বল পড়ে গেলে দু‘জনে মিলে পানি থেকে বল আনতে যায়। পানি থেকে বল নিয়ে ইসরাত সাঁতার কেটে পাড়ে আসতে পারলেও ইসমাইল পানিতে ডুবে যায়। স্থানীয়রা এসে খোঁজাখোজি করে পানি থেকে ইসমাইলের লাশ উদ্ধার করে। মশাখালী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এম সালাউদ্দিন পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।