আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক পরিদর্শন করেন আঞ্চলিক ব্যবস্থাপক

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক পরিদর্শন করেন আঞ্চলিক ব্যবস্থাপক

BMTV Desk No Comments

পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলার আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক পরিদর্শন করেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ এনামুল হক ।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে পাবনা জেলার আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক পরিদর্শন করেন এবং ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন একই সাথে ঋন বিতরন ও আদায় শীর্ষক এক পর্যালোচনা।
সুজানগর শাখার ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আল ইমরান ও বিশেষ আমন্ত্রিত অতিথি আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক,দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি,টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট এজেন্ট আব্দুল খালেক খান পিভিএম।অতিথিগন কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান।খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋন আদায়ে সদস্যদের সাথে আচার-আচরণে যত্নশীল হওয়ার জন্য বক্তারা কর্মকর্তাদের পরামর্শ দেন। ক্ষুদ্র,ক্ষুদ্র সঞ্চয়,হাঁস,মুরগী পালন ও সংগঠনের বিভিন্ন আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে সদস্যদের পরামর্শ দেওয়ার জন্য তারা কর্মকর্তাদের প্রতি আহবান জানান।মতবিনিময়ে অন্যদের মধ্যে সুজানগর শাখার ২য় কর্মকর্তা মোঃ আশরাফ আলী, মোঃ হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে আঞ্চলিক ব্যবস্থাপক আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পাবনা জেলার পাবনা সদর শাখা কার্যালয়,পরে ঈশ্বরদী শাখা পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।