ফুলবাড়ীয়া প্রতিনিধি ঃ উপজেলার কুশমাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ধর্মীয় নেতৃবৃন্দ ও ফেইথ লিডারদের সাথে শিশু কল্যাণ নিশ্চিত করণে পাক্ষিক পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন ফুলবাড়ীয়া এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
সভায় অংশ গ্রহণ করেন প্রোগ্রাম অফিসার শ্যামলা শান্তি কুরাইয়া কুশমাইল পিএফএ, জুনিয়র প্রোগ্রাম অফিসার রিমা রেবেকা মুর্মু কুশমাইল ইউনিয়ন পিএফএ, ফেইথ লিডার দলের সভাপতি আমান উল্লাহ মাস্টার ও সকল ধর্মের নেতৃবৃন্দ। শিশু কল্যান,বাল্য বিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ, স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি বিষয়ে পরিকল্পনা প্রনয়ন নিয়ে আলোচনা হয়। আগামী বছরের কাজের কর্ম পরিকল্পনা ও তাদের সুপারিশ সমূহ পেশ করেন কুশমাইল ইউনিয়নের ফেইথ লিডারবৃন্দ।