আব্দুল খালেক পিভিএম,পাবনা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেশের মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ,স্বাধীনতা সার্বভৌমত্ব ও আভ্যান্তরীন আইন শৃঙ্খলা রক্ষা সহ দেশের সার্বিক উন্নয়ন কর্মকান্ডে আনসার ভিডিপি সংগঠনের সদস্যরা সক্রিয় ভূমিকা রেখে আসছেন।দেশের উন্নয়ন কর্মকান্ডের এই ধারাবাহিকতা রক্ষায় সংগঠনের মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে এ বাহিনীকে আধুনিক মানের ও আরো যুগোপযোগী করে গড়ে তোলার পাশাপাশি সংগঠনের সদস্যদের ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে তোলা হচ্ছে।এই প্রশিক্ষণ লব্দ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলা ও সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার অবদান রাখছেন।
লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলা আনসার ভিডিপি কার্যালয় আয়োজিত ১০ দিন ব্যাপি ভিডিপির অস্ত্র বিহীন গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনসার ও ভিডিপির রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ উপরোক্ত কথা গুলি বলেন।সারপুকুর ওসমান গনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আদিতমারী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিঠুন চন্দ্র সেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমনিরহাট ২৮ আনসার ব্যাটালিয়ানের উপপরিচালক ও লালমনিরহাট আনসার ভিডিপির (অতিরিক্ত দায়িত্ব) জেলা কমান্ড্যান্ট এ এইচ এম সাইফুল্লাহ হাবিব।১০ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শন,তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়া,হাঁস মুরগী পালন,আর্থ সামাজিক উন্নয়ন,নারীর ক্ষমতায়ন,আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ইভটিজিং প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ প্রশিক্ষণ কর্মশালায় গ্রামের ৩২ জন নারী ও ৩২ জন পুরুষ অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানে আনসার ভিডিপি সংগঠনের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা, সংগঠনের নবাগত ও পুরান সদস্য, এলাকাবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।এর পরে রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ লালমনিরহাট ২৮ আনসার ব্যাটলিয়ান সদর দপ্তরে দরবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন।
প্রধান অতিথি দরবার অনুষ্ঠান স্থলে আগমন করলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যাটলিয়ানের উপপরিচালক এ এইচ এম সাইফুল্লাহ হাবিব। দরবার অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা ও ব্যাটলিয়ানের বিভিন্ন পদের সৈনিকগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সংগঠনের সৈনিক ও উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।