You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ ঢাকার গাজীপুরে মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা মো. আবু হেনা রনি ও মো. জিল্লুর রহমানকে শেখ হাসিনা বার্নের হাই ডিফেন্সি কেয়ার (এসডিইউ) তে ভর্তি করা হয়েছে। তাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির (৩২) শরীরে ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার শ্বাসনালি পুড়ে গেছে। কনস্টেবল মো. জিল্লুর রহমানের (৩১) শরীরের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্নের হাই ডিফেন্সি কেয়ার (এসডিইউ)তে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।