আব্দুল খালেক পিভিএম। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ,দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও আভ্যান্তরীন আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।দেশের উন্নয়ন কর্মকান্ডের এই ধারাবাহিকতা রক্ষায় সংগঠনের মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে এ বাহিনীকে আধুনিক মানের ও আরো যুগোপযোগী করে গড়ে তোলার পাশাপাশি সংগঠনের সদস্যদের ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে তোলা হচ্ছে।এই প্রশিক্ষণ লব্দ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলা ও সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার অবদান রাখছেন।নারায়নগঞ্জ জেলার সদর উপজেলা আনসার ভিডিপি কার্যালয় কর্তৃক আয়োজিত ১০ দিন ব্যাপি ভিডিপির অস্ত্র বিহীন গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনসার ভিডিপির নারায়নগঞ্জ জেলা কমান্ড্যান্ট মোঃ আলমগীর শিকদার উপরোক্ত কথা গুলি বলেন।কাশিপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কৃষ্ঞ সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সার্কেল আ্যাডজুট্যান্ট মোঃ রাজিবুল আলম।সমাপনী অনুষ্ঠানে আনসার ভিডিপির উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খায়রুল আলম অনুষ্ঠান পরিচালনা করেন।গ্রাম ভিত্তিক ১০ দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শন,তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়া,হাঁস মুরগী পালন,আর্থ সামাজিক উন্নয়ন,নারীর ক্ষমতায়ন,আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ইভটিজিং প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ প্রশিক্ষণ কর্মশালায় গ্রামের ৩২ জন নারী ও ৩২ জন পুরুষ অংশ নেয়।সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে কাশিপুর ইউনিয়ন দলনেতা তাওলাদ হোসেন,দলনেত্রী মৌরানী দাস,কমান্ডার আবুল কালাম আজাদ,হযরত আলী, আনসার ভিডিপি সংগঠনের নবাগত ও পুরাতন সদস্য,এলাকাবাসী,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্য প্রশিক্ষণ সনদ,নগদ ভাতা ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাকের শেয়ার প্রদান করা হয়।