ময়মনসিংহে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ   ময়মনসিংহের শম্ভুগঞ্জে আজ রোববার আবারও ট্রেনের বগি লাইনচ্যুত। ময়মনসিংহে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধার হলে নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।  ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক মির্জা মোহাম্মদ মুক্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ মহানগরীর শম্ভুগঞ্জ এলাকায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম-নেত্রকোনা-জারিয়ার যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে নাছিরাবাদ এক্সপ্রেস টেনটি উদ্ধার করে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে শনিবার দুপুরে জারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের এসএলআর (মালবাহী-যাত্রীবাহী) বগি একই রুটে লাইনচ্যুত হয়। পরে আড়াই ঘণ্টা চেষ্টার পর ট্রেন যোগাযোগ সচল হয়।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার