রিয়াদকে টি২০ বিশ্বকাপ ক্রিকেট স্কোয়াডে অন্তর্ভুক্ত করার দাবীতে ময়মনসিংহের ক্রিকেট প্রেমীরা মানববন্ধন

রিয়াদকে টি২০ বিশ্বকাপ ক্রিকেট স্কোয়াডে অন্তর্ভুক্ত করার দাবীতে ময়মনসিংহের ক্রিকেট প্রেমীরা মানববন্ধন

BMTV Desk No Comments

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ
মাহমুদউল্লাহ রিয়াদকে টি২০ বিশ্বকাপ ক্রিকেট স্কোয়াডে অন্তর্ভুক্ত করার দাবীতে রিয়াদের শৈশব থেকে বেড়ে উঠা নিজ শহর ময়মনসিংহের ক্রিকেট প্রেমীরা মানববন্ধন করেছে। এই দাবী আদায়ে মাঠে নেমেছে। দাবী আদায়ের লক্ষে রবিবার বিকালে ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দান মাঠ ঘেষা সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

মানববন্ধনে ক্রিকেট প্রেমী এসব মানুষের ভেতরে ছিলো ক্ষোভের পাশাপাশি প্রতিবাদের সূর । ক্রিকেট প্রেমী ক্ষুব্ধ এসব মানুষ বলেন, সাম্প্রতিক সময়ে ঘোষিত টি২০ বিশ্বকাপ ক্রিকেট স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদ নেই এটা তারা ভাবতেই পারেন না ।

জাতীয় টিমের দুঃসময়ে মাহমুদউল্লাহ রিয়াদ টিমের হাল ধরেছেন, টিমকে জয় এনে দিয়েছেন, রিয়াদের অর্জন অনেক, সুতরাং মাহমুদউল্লাহ রিয়াদকে টি২০ বিশ্বকাপ ক্রিকেট স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে হবে, অন্যথায় আরো কঠিন আন্দোলনের কর্মসুচী দেয়ার ঈঙ্গিত দেন তারা।

অভিজ্ঞ ও নির্ভরশীল ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে টি২০ বিশ্বকাপ ক্রিকেটে অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন ময়মনসিংহের ক্রিকেট প্রেমী সাধারণ মানুষজন ।##

মতিউল আলম