মোমবাতি জ্বালাতেই আঃলীগের বুকে আগুন, মশাল জ্বালালে পুরে ছারখার হবে : এমরান সালেহ প্রিন্স

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ   ঢাকায় মোমবাতি প্রজ্জ্বলন অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগের হামলা ও নেতাকর্মীদের রক্তাক্ত করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , মোমবাতি জ্বালাতেই যদি আওয়ামী লীগের বুকে আগুনের তাপ লাগে ,তবে সেদিন বেশী দুরে নয়, মশাল জ্বাললে সরকার পুরে ছারখার হয়ে যাবে।তিনি বলেন, মোমবাতি প্রজ্জ্বলন ,অবস্থান বা মিছিল,সমাবেশের মতো শান্তিপূর্ণ ও নিরীহ কর্মসূচিতে ভয় পেয়ে নির্লজ্জের মতো সন্ত্রাসী হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা জনবিচ্ছিন্ন এবং ফ্যাসিস্ট । সরকার সন্ত্রাসী কায়দায় আন্দোলন দমন করতে নৈরাজ্য সৃষ্টি করেছে । আন্দোন রক্তাক্ত করে নিজেদের পতন ত্বরান্বিত করছে। সন্ত্রাস,নৈরাজ করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে পরবে না। প্রতিটি রক্তের ফোটা, হামলা, হত্যা, লাশের জবাব নেয়া হবে।
এমরান সালেহ প্রিন্স আজ বিকেলে হালুয়াঘাটে বিএনপির প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছিলেন। চলমান আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগের হামলার বিরুদ্ধে দেশব্যাপী আজ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, জনবিচ্ছিন্ন সরকার গণ বিক্ষোভে ভীত হয়ে বেসামাল আচরণ করছে । সন্ত্রাসের  ভাষায় কথা বলছে, মাস্তানতন্ত্র কায়েম করে সংঘাত উস্কে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় । এসব করে কোনও লাভ হবে না উল্লেখ করে তিনি বলেন, জনগণ তাদেরকে লাল কার্ড দেখানো শুরু করেছে ।
জনগণের দুঃসময়ে জনগণের টাকা অপচয় না করে জনদুর্ভোগ নিরসনে ব্যায় করলে জনগণ উপকৃত হতো। জনগণের সরকার নয় বলে তারা জনসমস্যা নিরসনে উদ্যোগী না হয়ে জনদুর্ভোগ সৃস্টি করেছে বলে তিনি প্রতিবাদ সমাবেশে উল্লেখ করেন । আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ আত্মস্বীকৃত বিদেশ নির্ভর দল। পররাষ্ট্রমন্ত্রী বার বার তা প্রমান করেছে। তারা বিদেশ নির্ভর ,বিএনপি জননির্ভর দল।
তিনি হামলা, মামলা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, এক জায়গায় হামলা হলে ১০০ জায়গায় ,১০০ জায়গায় হামলা হলে ১০০০ জায়গায় বিক্ষোভ হবে । পেশী ও রাষ্ট্রীয় শক্তি দিয়ে আন্দোলন দমন করতে চাইলে ভয়াবহ পরিণতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে ।

হালুয়াঘাট ঊপজেলা বিএনপির প্রতিবাদ সমাবেশের পূর্বে এমরান সালেহ প্রিন্স এর নেতৃত্বে বিরাট বিক্ষোভ মিছিল পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয় থেকে বের হয়ে থানা রোড,ইউএনও কার্যালয়,হাসপাতাল মোড়,সাব রেজেষ্ট্রারী অফিস হয়ে শহীদ স্মৃতি কলেজ গেইটে যেয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুল,হানিফ মো:শাকের উল্লাহ,আবদুল হাই,নাদিম আহম্মদ,আবু হাসনাত বদরুল কবির, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী ,আবদুল হামিদ, আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব , উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, কাজী ফরিদ আহমেদ পলাশ, অধ্যাপক মোফাজ্জল হোসেন ,রমজান আলী, এ্যড.আবুল কালাম আজাদ, মনিরুজ্জামান স্বাধীন ,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান ,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নীলু, জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আসিফ ,,উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন ,,সাধারণ সম্পাদক আবদুল হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, সদস্য সচিব আলিমুজ্জামান আলিম, পৌর আহ্বায়ক মেহেদী হাসান দুলাল,সদস্য সচিব আসাদুজ্জামান সুজন,উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল গণি, সাধারণ সম্পাদক মশিউজ্জামান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফিন পাপন, পৌর সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর , তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম ,সদস্য সচিব আলী আজগর , মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন ,জাসাস আহ্বায়ক রাশেদ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন ।