ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে জুয়াড়িহ গ্রেফতার ৪

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালি্য়ে বিভিন্ন অপরাধে ০৪ জন আসামীকে গ্রেফতার করেছে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি, ছিনতাইরোধ, মাদক ব্যবসা বন্ধকরণ এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে কোতোয়ালি পুলিশ গত ২৪ ঘন্টায় ৪ জনকে গ্রেফতার করে।

এসআই (নিঃ) শাহজালাল এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হইতে দস্যুতার চেষ্টা মামলায় আসামী- চর বিনপাড়ার মোঃ মাসুদ (২০), এপি-আকুয়া ওয়ারলেস পশ্চিমপাড়া, উলঙ্গাপাড়া (শ্বশুড় বাড়ী), থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এএসআই (নিঃ) রুহুল আমিন সংগীয় অফিসার ও ফোর্স অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ১১নং ঘাগড়া ইউনিয়নস্থ সুইচ গেইট বাজারের লাল চান মেম্বারের মনোহারী দোকানের পিছনে খোলা আকাশের নিচে পতিত জায়গায় তাস দ্বারা টাকার বিনিময়ে জুয়া খেলার অপরাধে ০২জন জুয়াড়ী আটক করেন এবং তাদের নিকট হতে নগদ ৩৫০/- (তিনশত পঞ্চাশ) টাকা যাহার মধ্যে ১০০/-টাকার নোট ০১টি, ৫০/-টাকার নোট ০২টি, ২০/-টাকার নোট ০৫টি, ১০/-টাকার নোট ০৫টি এবং জুয়া খেলায় ব্যবহৃত ৫২টি তাস যাহার প্রত্যেকটি তাসের কভার পৃষ্ঠায় মোটরসাইকেল, গাড়ীর ছবি যুক্ত উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জুয়াড়ীরা হলেন কোতোয়ালীর চুরখাইয়ের মোঃ মাইনুদ্দিন (৪৫), , টেকের ভিটার মোঃ নজরুল ইসলাম (৫০)।

ইহা ছাড়াও এএসআই মোজাম্মেল হক ০১টি জিআর বডি তামিল করেন। জিআর গ্রেফতারী পরোয়ানায় গ্রেফতারকৃত হলেন কোতোয়ালীর চক শ্যামরামপুর, আমিরুল ইসলাম । গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার