ময়মনসিংহে পাট ও পাট পণ্যের উৎপাদন ও ব্যবহার জোরদারকরণ শীর্ষক সেমিনার

image

You must need to login..!

Description

 

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ ঃ
ময়মনসিংহে পাট ও পাট পণ্যের উৎপাদন ও অভ্যন্তরীন ব্যবহার বৃদ্ধি এবং ১৯টি পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামুলক ব্যবহার আইন ২০১০ প্রয়োগ ও বাস্তবায়ন জোরদারকরণ ও বাস্তবায়ন জোরদারকরণ শীর্ষক সেমিনার ও উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মিজান উদ্দিন, মূখ্য পাট পরিদর্শক এটিএম আলমগীর, পাট উন্নয়ন কর্মকর্তা আজমত আলী আকন্দ ও ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মতিউল আলম এবং পাট ব্যবসায়ী ও পাটচাষীরা বক্তব্য রাখেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার