নৌকাডুবিতে নিখোঁজ চাচা-ভাতিজাসহ ৩জনের লাশ উদ্ধার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে, ময়মনসিংহের গফরগাঁও ও কিশোরগঞ্জের হোসেনপুরের সাহেবচরে এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ দেখতে গিয়ে নৌকা ডুবিতে নিখোঁজ চাচা-ভাতিজাসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবুজর গিফারী বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া তিনজন হলেন- ময়মনসিংহ জেলার পাগলা থানার চরশাখচুড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সিফাত (১৬) ও একই গ্রামের মনির হোসেনের ছেলে মো. ইয়াছিন (৭)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। অন্যজন হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের তারাপাশা গ্রামের কিতাব আলীর ছেলে শামীম মিয়া (৩০)।
আবুজর গিফারী জানান, বুধবার ভোর ৬টার দিকে হোসেনপুর ব্রিজের কাছে দুইজনের লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। এরপর সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার নামখাইল এলাকা থেকে শামীমের লাশ উদ্ধার হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি বছরের ন্যায় গত সোমবার বিকেলে সাহেবেরচর গ্রামের পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নামে। সেদিন বিকেল পৌনে ৬টার দিকে দুটি নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে তিনজন নিখোঁজ হন। ঘটনার দুদিন পর নেখোঁজদের লাশ উদ্ধার করা হয়েছে। গত দু’দিন ধরে বহ্মপুত্র নদের তাদের উদ্ধারে অভিযান চালায় নিখোঁজের আত্মীয়সহ হোসেনপুর ও কিশোরগঞ্জের দমকল বাহিনীদলের সদস্যরা। পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, নিখোঁজ দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার