জেলা প্রশাসকের পুরস্কার পেল কলসিন্দুুরের ৮ ফুটবলারের পরিবার

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুুর গ্রামের সাফ শিরোপা জয়ী ৮ ফুটবল কন্যার পরিবারের মাঝে চার লাখ টাকা পুরস্কার প্রদান করেছেন জেলা প্রশাসন।

এ সময় জেলা প্রশাসনের পক্ষ ফুটবলারদের পরিবারকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানানো হয়।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কলসিন্দুর গ্রামে ফুটবলারদের বাড়ী গিয়ে এই পুরস্কারের চেক বিতরণ করেন জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল।

এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন, ওসি টিপু সুলতান প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, নারী ফুটবলারদের সাফল্যে সারা দেশ আনন্দিত। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ফুটবল কন্যাদের প্রত্যেক পরিবারে ৫০ হাজার করে মোট ৪ লাখ টাকা পুরস্কৃত করা হয়েছে।

জানা যায়, সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের মেয়েরা দক্ষিণ এশিয়ার ফুটবলে সেরা খ্যাতি অর্জন করেছে। এর ফলে ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলায় আনন্দের বন্যা বইছে।

কারণ সাফ চ্যাম্পিয়নশিপের খেলায় আট ফুটবল কণ্যার বাড়ী ধোবাউড়া উপজেলায়। তারা হলেন- সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, শিউলি আজিম, মারজিয়া আক্তার, শামছুন্নাহার সিনিয়র, তহুরা আক্তার, সাজেদা আক্তার, শামছুন্নাহার জুনিয়র।

তবে এই নারী ফুটবলারদের মধ্যে নেপালের বিপক্ষে ফাইনাল খেলায় ছয় জন অংশ গ্রহনের সুযোগ পেয়েছিল। তারা হলেন- মার্জিয়া, সাজিদা খাতুন, শিউলি আজিম, মারিয়া মান্ডা, শামসুন্নাহার সিনিয়র ও শামসুন্নাহার জুনিয়র।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার