কলসিন্দুরের আট ফুটবলার পরিবারকে পুলিশ সুপারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

কলসিন্দুরের আট ফুটবলার পরিবারকে পুলিশ সুপারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

BMTV Desk No Comments

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ- ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সাফ বিজয়ী কলসিন্দুরের ৮ ফুটবলারের পরিবারকে ফুলেল শুভেচ্ছা ও ফল পাঠিয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা। বৃহস্পতিবার বেলা ১২ টার সময় জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে কলসিন্দুর স্কুলে নারী ফুটবলার পরিবারগুলোকে ফুলেল শুভেচ্ছা জানান হালুয়াঘাট সার্কেল সহকারী পুলিশ সুপার সাগর দিপা বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ টিপু সুলতান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, গামারিতলা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, কলসিন্দুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি রানী, কলসিন্দুর স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক রতন মিয়া, সহকারী অধ্যাপক মালারানী বিশ্বাস, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, বর্তমান কোচ জুয়েল মিয়াসহ, ধোবাউড়া থানার অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ এবং কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক, শিক্ষক, স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।