ময়মনসিংহ নগরীর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হয়েছে অটো রিক্সা চালক দুলাল মিয়া (৩৫)।
বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের আম বাগান এলাকায় এই ঘটনা ঘটে। দুলাল তারাকান্দা উপজেলার তারাকান্দা গ্রামের আব্দুল খালেকের পুত্র।
পুলিশের ধারনা ছিনতাইকারীরা দুলালের অটোরিক্সা ছিনিয়ে নেয়ার সময় এই ঘটনা ঘটতে পারে।
পুলিশ জানায়, বুধবার রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন আম বাগান এলাকায় রক্তাক্ত অবস্থায় দুলালকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফারুক হোসেন জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে নিহত দুলাল ছিনতাইকারীর কবলে পড়েছিলেন। তার পিঠসহ একাধিক জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।