গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুর ইউএনও হাসান মারুফ বলেন, আজকের শিশু ভবিষ্যতের বাংলাদেশ। তাদের মানসিকভাবে, শারিরীকভাবে মেধায়, প্রজ্ঞায় পরিপূর্ণভাবে গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার বিকালে স্থানীয় পাবলিক হলে কোভিড ১৯ পরিস্থিতিতে সৃষ্ট সমস্যায় প্রান্তিক জনপদে প্রাথমিক শিক্ষার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে ইউএনও এসব কথা বলেন।
উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারি শিক্ষা অফিসার মোঃ আবু রায়াহান, মোজাহিদুল ইসলাম, আব্দুর রাশিদ প্রমুখ।