আব্দুল খালেক পিভিএম,পাবনা ।। বাংলাদেশ আনসার ভিডিপির অবসরপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা এম এ সিদ্দিক চৌধুরী রংপুর ডক্টরস ক্লিনিকে ২৪ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি………. রাজিউন)
বাদ যোহর রংপুর মহানগরীর কামাল কাছনা জামে মসজিদে অনুষ্ঠিত মরহুমের প্রথম নামাজে জানাযায় অংশগ্রহণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ, সহকর্মীবৃন্দ ও স্থানীয় মুসল্লি জনসাধারণ।রংপুর রেঞ্জ পরিচালক আব্দুস সামাদ আনসার ভিডিপি বাহিনীর পক্ষ থেকে রংপুর তার বাসভবনে উপস্থিত হয়ে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনা করেন। এসময় তিনি তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানান।
একই দিন বিকালে দ্বিতীয় নামাজে জানাযা তাঁর নিজ জেলা নীলফামারীর জলঢাকা উপজেলার নেকবখত গ্রামে অনুষ্ঠিত হয়।আনুষ্ঠানিকভাবে সরকারী প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ ও পুলিশের এক চৌকশ দল গার্ড অব অনার প্রদান ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় রংপুর রেঞ্জ পরিচালকের প্রতিনিধি হিসাবে আনসার ভিডিপি বাহিনীর পক্ষে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে সর্বশেষ শ্রদ্ধা নিবেদন করেন নীলফামারী জেলা কমান্ড্যান্ট ও রংপুর (অঃ দাঃ) হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী।
রাষ্ট্রীয় মর্যাদা ও আনুষ্ঠানিকতা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বিগত ২০১৪ সালের ৩০ ডিসেম্বর অবসর প্রাপ্ত আনসার ভিডিপির এ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা এম এ সিদ্দিক ক্যান্সারসহ শারীরিক বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।