ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে ২টি হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৮

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃগত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালি্য়ে ২টি হত্যা মামলার আসামীসহ বিভিন্ন অপরাধে ৮ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী সহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, জুয়ামুক্ত অব্জল গড়ে তোলা, চুরি-ছিনতাই রোধ ও মাদক ব্যবসায়ী এবং অপরাধীদের গ্রেফতারে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

ওসি শাহ কামাল আকন্দ জানান, কোতোয়ালি থানার আকুয়া জুবলী কোয়ার্টার বাদীনির বোন সাথী আক্তার (৩৬)এর ভাড়াটিয়া বাসায় রক্তাক্ত অবস্থায় তার মৃত দেহ দেখিয়া স্থানীয় লোকজন থানায় সংবাদ দিলে কোতোয়ালী থানা পুলিশ তার মৃত দেহ উদ্ধার করে। তদন্ত কার্যক্রম শুরু করে। উক্ত ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা রুজু হয়। (মামলা নং-৯৩, তারিখ- ২৪/০৯/২০২২ খ্রিঃ, । ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপাররের দিকনির্দেশনায় সদর সার্কেল তত্বাবধানে কোতোয়ালী মডেল থানার একটি টীম গত ২৪ সেপ্টেম্বর কোতোয়ালি মডেল থানার চুরখাই ও কেওয়াটখালী এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত আসামি বাবুল (৪০), পিতামৃত- মুনসুর মিয়া হৃদয় (২৫), পিতা-মোঃ জয়নাল, , উভয় সাং-আকুয়া মোড়লপাড়া, জুবলী কোয়ার্টার কলাবাগান, কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং আসামী হৃদয় এর দেখানো দেওয়া মতে হত্যাকান্ডের ব্যবহৃত একটি স্টীলের ছোরা উদ্ধার করা হয়।

গত ২৪ সেপ্টেম্বর রাত অনুমান ৮ টার দিকে থানার বলাশপুর হাক্কানী মোড়স্থ জনৈক রফিকুল ইসলাম এর ঔষধের ফার্মেসীর (দোকানের) সামনে মোটরসাইকেল ও সিএনজির ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে ধোবাউড়া থানার পশ্চিম গামারীতলার (কলসিদ্ধুর বাজার) সিএনজি ড্রাইভার তাপস চন্দ্র সরকার (৩২)কে ছুরি দিয়া হত্যার ঘটনার জড়িত থাকার সন্দেহে নেত্রকোনা পূর্বধলার নিজ হুগলা, মাঝিপাড়ার খোকন (২৪), এপি-বলাশপুর মোড়লবাড়ী (জনৈক আকরাম হোসেন এর দোকান কর্মচারী) কে গ্রেফতার করা হয় এবং হত্যাকান্ডে ব্যবহৃত আলামত (ছোরা) উদ্ধার করা হয়। উক্ত ঘটনার কোতোয়ালী মডেল থানার মামলা নং- ১০০, তারিখ-২৫-০৯-২০২২, ধারা-১৪৩/৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

এসআই (নিঃ) কমল সরকার এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার কালীবাড়ী রোড, র‌্যালীর মোড় এলাকা হতে চুরি মামলায় আসামী কালীবাড়ী রোড, র‌্যালীর মোড়ের স্বপন মিয়া(২০), কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) আলাউদ্দিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার রেলস্টেশন সংলগ্ন পাবলিক টয়লেট এর সামনে হইতে মাদক মামলায় মাদক ব্যবসায়ী পুলিশ লাইন্স, কাঁটাখালীর গোবিন্দ বীন (৩৮)কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ০১(এক)কেজি গাঁজা, যাহার মূল্য অনুমান ২০,০০০/-(বিশ হাজার)টাকা উদ্ধার করা হয়।

ইহা ছাড়াও এসআই কমল সরকার, তানভীর আহমেদ ছিদ্দীকী এবং এএসআই আমিরুল ইসলাম থানা এলাকায় অভিযান চালিয়ে ০৩ জিআর তামিল করেন। জিআর গ্রেফতারী পরোয়ানায় ০৩ জন হলেন গোলাপজান রোড, তিনকোনা পুকুরপাড় (ভাসমান)অলি ওরফে হৃদয়,অলি ওরফে হৃদয়, কাচিঝুলি, গোলাপজান রোড, জাহিদ ওরফে বাবু, গুলকীবাড়ী হাফিজের বাসার ভাড়াটিয়া।

উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার