বগুড়ায় টিএমএসএসের সমৃদ্ধি কর্মসূচি কর্তৃক ফ্রী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

বগুড়ায় টিএমএসএসের সমৃদ্ধি কর্মসূচি কর্তৃক ফ্রী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

September 26, 2022 109 Views

আব্দুল খালেক পিভিএম,পাবনা  উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের সমৃদ্ধি কর্মসূচির আওতায় ফ্রী স্বাস্থ্য চিকিৎসা ক্যাম্প ২৫ সেপ্টেম্বর বগুড়ার টিএমএসএসের জোনাল কার্যালয়ে অনুষ্ঠিত হয়।টিএমএসএসের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সমৃদ্ধি কর্মসূচির বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের বগুড়া জেন প্রধান শাহীন মাহমুদ । প্রধান অতিথি মোঃ সোহরাব আলী খান বলেন টিএমএসএস সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।এরই ধারাবাহিকতায় আজকের এ ফ্রী স্বাস্থ্য চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে আপনাদের মানবিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।তিনি আরো বলেন সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে টিএমএসএস কর্তৃক বেশি,বেশি করে সহযোগিতা অব্যাহত থাকবে।ফ্রী স্বাস্থ্য ক্যাম্পে অন্যদের মধ্যে বক্তব্য দেন টিএমএসএসের সমৃদ্ধি কর্মসূচি প্রকল্পের কর্মকর্তা মোছাঃ সোয়াইবা আক্তার ও মোঃ দেলোয়ার মাহমুদ প্রমুখ।উক্ত ফ্রী স্বাস্থ্য চিকিৎসা ক্যাম্পে এলাকার বহু অসহায় ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে চিকিৎসা প্রদান করা হয়।এ সময় এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,এনজিও কর্মী,টিএমএসএসের সমৃদ্ধি কর্মসূচির উপকার ভোগী সদস,টিএমএসএসের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপনির্বাহী পরিচালকের একান্ত সচিব আল মেহেদী পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক