স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃগত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী সহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, জুয়ামুক্ত অব্জল গড়ে তোলা, চুরি-ছিনতাই রোধ ও মাদক ব্যবসায়ী এবং অপরাধীদের গ্রেফতারে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই (নিঃ) সোহেল রানা এর নেতৃত্বে কোতোয়ালী থানার এলাকায় অভিযান চালিয়ে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকা অপহরন মামলার আসামী ১।মোঃ ওমর ফারুক ওরফে কামরুল (২৬), পিতা-মোঃ নুরুল ইসলাম ওরফে নুইরা, সাং-পালইকান্দা, থানা-গফরগাও, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) রাশেদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার চর নিলক্ষীয়া বাজার এলাকা হইতে অপহরন/ধর্ষণ মামলার আসামী ১। রানা (১৯), পিতা:-মকিস উদ্দিন @ মইক্কা, সা:-চর নিলক্ষিয়া কান্দা পাড়া, থানা:- কোতোয়ালী, জেলা:-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) তাইজুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার চুরখাই কমিউনিটি বেজড মেডিকেলের সামনে পাম্পের বাম পাশ হইতে অপহরন মামলার আসামী ১। মোঃ মাসুদ (৩২), পিতা-আঃ কাদের, সাং- ভাবখালী, এ/পি-ব্রাহ্মপল্লী, ২। হযরত আলী (৩২), পিতা-মোঃ বিল্লাল হোসেন, সাং-পন ঘাগড়া, উভয় থানা-কোতয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) ফারুক আহমেদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার বাঘমারা এলাকা হইতে চুরি মামলার আসামী ১। মনিরা (৩০), পিতা-মোজাম্মেল, মাতা-হাজেরা খাতুন, সাং-শাপলা পাড়া হাজী বাড়ী, থানা-মুক্তাগাছা, ২।নূরে আলম (২২), পিতা-স্বপন মিয়া, মাতা-আয়শা খাতুন, সাং-মুন্সীপাড়া (আমিন বাজারের সাথে), থানা-দূর্গাপুর, জেলা-নেত্রকোনা, এপি/সাং-চর কালিবাড়ী গুদারাঘাট জমিলার বাসার ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) খোরশেদ আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার দিঘারকান্দা বাইপাস মোড় এলাকা হইতে দস্যুতার চেষ্টা মামলার আসামী ১। মোঃ লুৎফর রহমান (৪০), পিতা-মোঃ আবু মিয়া, সাং-ছত্রিশ বাড়ী কলোনী, ২। মোঃ ফারুক (৩৫), পিতা-জমির উদ্দিন, সাং-আকুয়া উত্তরপাড়া ভাঙ্গাপুল, উভয় থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) কুমোদলাল দাস এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হইতে অন্যান্য মামলার আসামী ১। ইকবাল হোসেন (৩০),পিতা-এনামুল হক,সাং-বাঘমারা মেডিকেল গেইট থানা-কোতোয়ালী,জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এসআই খোরশেদ আলম, এএসআই নাইম, মাহমুদুল হাসান প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া সিআর সাজা ০২টি এবং জিআর ০২টি সহ মোট ০৪টি বডি তামিল করেন।
সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ০২ জন। ১। আবু তালেব, পিতা-জাবেদ আলী সরকার, সাং-আকুয়া দক্ষিনপাড়া, থানা-কোতুয়ালী, জেলা ২। মোঃ আল আমিন, পিতামৃত-আব্দুস ছালাম, সাং-ভাটি দাপুনিয়া কলাপাড়া, থানা-কোতয়ালী, জেলা-ময়মনসিংহ।
জিআর গ্রেফতারী পরোয়ানায় ০২ জন। ১। মোঃ বাবুল মিয়া (৪৫), পিতামৃত-নুর মোহাম্মদ হাওলাদার, সাং-হোল্ডিং-০৭, আকুয়া উত্তরপাড়া, (নাসিরাবাদ কলেজ মাঠ সংলগ্ন, থানা-কোতয়ালী, জেলা-ময়মনসিংহ। ২। মোঃ শরিফুল ইসলাম আরিফ, পিতামৃত-লিয়াকত হোসেন, সাং-আকুয়া হাজী বাড়ী, থানা- কোতুয়ালী,, জেলা-ময়মনসিংহ। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।