You must need to login..!
Description
আব্দুল খালেক পিভিএম, পাবনাঃ উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস ক্যান্সার সেন্টার ও টিএমএসএস বায়োমলিকুলার ল্যাবরেটরী কর্তৃক আয়োজিত ২৬ সেপ্টেম্বর বগুড়ার ফাইভ স্টার হোটেল মমইনে ক্যান্সারের নির্ভুল চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।ক্যান্সার রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে টিএমএসএসের উদ্যোগে ১০০ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক ল্যাব ও হাসপাতাল কার্যক্রম চালু করা হবে।এ উপলক্ষে সেমিনারে কী-নোট স্পিকার অস্ট্রেলিয়ান ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার ও ক্যান্সার বিষয়ক বিজ্ঞানী প্রফেসর ডাঃ পল মেইন ওয়ারিং ক্যান্সার চিকিৎসা বিষয়ক গবেষণামূলক প্রবন্ধ তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া শজিমেক অধ্যক্ষ প্রফেসর ডাঃ রেজাউল আলম জুয়েল।সেমিনারে গেস্ট অব অনার হিসাবে বক্তব্য দেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।সেমিনারে কী-নোট স্পিকার হিসাবে অন্যদের মধ্যে বক্তব্য দেন টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালের হিস্টোপ্যাথোলজি ল্যাব উদ্বোধন হতে যাওয়া বায়োমলিকুলার ল্যাব প্রধান এ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাঃ আরিফুর রহমান ও টিএমএসএস ক্যান্সার সেন্টারের প্রকল্প পরিচালক প্রফেসর একেএম আহসান হাবীব।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমান,টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মোঃ জাকির হোসেন ও টিএমসি এন্ড আরসিএইচ এর পরিচালক অবঃ ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোঃ জামিলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক উপস্থাপনা করেন টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের নির্বাহী পরামর্শক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল।বক্তারা বলেন দেশে এই প্রথম বায়োমলিকুলার ল্যাব স্থাপিত হচ্ছে বগুড়ায় টিএমএসএস ক্যান্সার হাসপাতালে।এ পদ্ধতিতে ক্যান্সারের নির্ভুল চিকিৎসা করা সম্ভব।আগামীতে চিকিৎসা সেবা চালু হলে শুধু উত্তরবঙ্গ নয়,এখানে সারাদেশের ক্যান্সার রোগীদের চিকিৎসার সুযোগ তৈরি হলে রোগীদের অতিরিক্ত অর্থ খরচ করে বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না।অস্ট্রেলিয়ার জিং হোল্ডিংস কোম্পানীর কারিগরী সহায়তায় এ বায়োমলিকুলার ল্যাব স্থাপিত হয়েছে। টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম উপস্থিত সবাই কে শুভেচ্ছা ও স্বাগতম জানান।তিনি বলেন,টিএমএসএস জনগণের কথা চিন্তা করে সামাজিক প্রকল্প বাস্তবায়ন করে সেবায় মুখ্য উদ্দেশ্য নিয়ে লাভের আশায় নয়।এ ক্যান্সার হাসপাতালের চিকিৎসা সেবা প্রদানে অবহেলিত উত্তরবঙ্গের মানুষ ও আর্থিকভাবে অসচ্ছলরা যেন চিকিৎসা সেবা নিতে পারে সে বিষয়টি বিবেচনায় রাখা হবে।সেমিনারে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকগন অংশ নেয়।এ সময় অন্যদের মধ্যে টিএমএসএস মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ,কর্মকর্তাগন,নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,এলাকার বহু গন্যমান্য ব্যক্তিবর্গ,এনজিও কর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।