বগুড়ায় টিএমএসএস-এর এসইপি অটোমোবাইল প্রকল্পের সুবিধা ভোগীেদর অনুদান প্রদান

বগুড়ায় টিএমএসএস-এর এসইপি অটোমোবাইল প্রকল্পের সুবিধা ভোগীেদর অনুদান প্রদান

BMTV Desk No Comments

আব্দুল খালেক পিভিএম,পাবনা  বিশ্ব ব্যাংকের অর্থায়নে পিকেএসএফের সার্বিক সহযোগিতায় উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস কর্তৃক এসইপি প্রকল্পের আওতায় অটোমোবাইল ওয়ার্কশপ আধুনিকায়ন আপগ্রেডেশনের মাধ্যমে উদ্যোক্তা ও পরিবেশ উন্নয়ন উপ-প্রকল্প বগুড়া ও নওগাঁ জেলায় বাস্তবায়িত হচ্ছে।ক্ষুদ্র উদ্যোগ গুলোতে পরিবেশ বান্ধব উপায়ে অটোমোবাইল উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি,নতুন প্রযুক্তির প্রচলন ও মানসম্মত সেবা নিশ্চিত করাই এ প্রকল্পের উদ্দেশ্য।এরই ধারাবাহিকতায় ক্লাস্টার পর্যায়ে মডেল ওয়ার্কশপ স্থাপনের মাধ্যমে ক্ষদ্র উদ্যোক্তাদের সেবা প্রদন করা হচ্ছে।মডেল ওয়ার্কসপ গুলোকে টেকসই করার লক্ষ্যে এসইপি অটোমোবাইল প্রকল্পের আওতায় বগুড়া জেলার পুরান বগুড়া শাখার নাদিম অটোমোবাইল ওয়ার্কসপ কার্যালয়ে ২৮ সেপ্টেম্বর এ প্রকল্পের আওতায় উপকার ভোগী সদস্যকে বিভিন্ন উপকরণ অনুদার হিসাবে বিতরণ করা হয়।এ উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রকল্পের ফোকাল পার্সন বগুড়া-১ ডোমেইন প্রধান যুগ্ম পরিচালক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসইপি প্রকল্প কর্মসূচির বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের বগুড়া কেন্দ্রীয় জোন প্রধান মোঃ গোলাম মোস্তফা।প্রধান অতিথি মোঃ সোহরাব আলী খান বলেন টিএমএসএস সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।এরই ধারাবাহিকতায় আজকে এ অনুদান প্রদানের মাধ্যমে অবহেলিত জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বিত করে গড়ে তোলার কার্যক্রম শুরু হয়েছে।তিনি আরো বলেন,আগামীতে সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে টিএমএসএস কর্তৃক বেশি,বেশি করে সহযোগিতা অব্যাহত থাকবে।পুরান বগুড়ার অটোমেশন ওয়ার্কশপের মালিক সাদিকুল ইসলাম কে এক লক্ষ টাকা মূল্যের বিভিন্ন উপকরণ অনুদার প্রদান করেন।অনুদানের বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন টিএমএসএসের এসইপি প্রকল্পের সমন্বয়কারী মোঃ আব্দুল কুদ্দুস,প্রকল্পের পরিবেশ কর্মকর্তা মোঃ ফারহান সাজ্জাদ,ডকুমেন্টেশন কর্মকর্তা মোঃ সিফাত মনজুর মুঈদ,টেকনিক্যাল কর্মকর্তা মোঃ হারুনর রশীদ রিয়াদ প্রমুখ।এ সময় অন্যদের মধ্যে টিএমএসএসের আশেকপুর এরিয়া প্রধান মোঃ মাহবুব হাসান,পুরান বগুড়া শাখার,শাখা প্রধান শ্রী বিজন কুমার রায়,বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,এনজিও কর্মী,টিএমএসএসের এসইপি অটোমোবাইল প্রকল্পের উপকার ভোগী সদস,টিএমএসএসের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।