You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ইনকাম ট্যাক্স এন্ড ভ্যাট ম্যানেজমেন্ট শীর্ষক এক কর্মশালা গত ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে ২৯ সেপ্টেম্বর ২০২২ গাজীপুরস্থ ক্যাম্পাসে সেমিনার হলে শেষ হয়। কর্মশালা উদ্বোধন করেন বাউবি’র প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন বাউবি’র ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, কাস্টমস এক্সসাইজ এন্ড ভ্যাট এর অতিরিক্ত কমিশনার সৈয়দ আতিকুর রহমান, বাউবি’র পরিচালক প্রশাসন এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো: মামুন হাসান এবং সিরাজখান বাসাক এন্ড কোম্পানীর অডিট, ট্যাক্স এন্ড ভ্যাট এর পরিচালক ইমরুর কায়েস এফসিএ । কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এর পরিচালক অধ্যাপক মো: আনোয়ারুল ইসলাম ও অতি: পরিচালক অধ্যাপক ড. সাদিয়া আফরোজ সুলতানা। কর্মশালায় বাউবি’র দশম গ্রেড থেকে সপ্তম গ্রেডের ৪৪ জন কর্মকর্তা এতে অংশ নেন।খবর বাউবির তথ্য ও জনসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ.ফ.ম মেজবাহ উদ্দিন স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির।