ময়মনসিংহে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪

ময়মনসিংহে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪

BMTV Desk No Comments

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ও মাদক ব্যবসায়ীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে পৃথকভাবে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, দুর্গাপূজাকে সামনে রেখে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই রোধ ও পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি পুলিশ। এ অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে এসআই ফারুক আহম্মেদের নেতৃত্বে একটি টীম নগরীর মহারাজা রোড মধুবাবুর গলি বাইলেন থেকে মাদক ব্যবসায়ী ঝুটন ও রেদুয়ান আহম্মেদ পাভেলকে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। এ ছাড়া এসআই উত্তম কুমার দাস এবং এএসআই মোঃ কাজল মিয়া পরোয়ানাভুক্ত আরো দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, চরপাড়া বউ বাজার এলাকার মোঃ খোকন মিয়া ও চর ঈশ্বরদিয়া খাল ঋষিপাড়ার মোঃ নজরুল ইসলাম। শনিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এই অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।