স্টাফ রিপোর্টার, এমটিভি নিউজঃ
ময়মনসিংহ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাষ্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে মৌলবাদী, জঙ্গি, ধর্ম ব্যবসায়ী ও অপব্যাখ্যা দিয়ে এবং ফতোয়াবাজদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার দাবীতে আজ ২৯ নভেম্বর রবিবার সকালে ফিরোজ জাহাঙ্গীর চত্ত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এড. এবিএম নূরুজ্জামান খোকন, সাধারণ চক্রবর্তী উত্তম চক্রবর্তী রকেট, মহানগর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো: মোফাখখর হোসেন খোকন, যুগ্ম আহবায়ক শেখ মাসুদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।