স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ ॥ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চোরকারবারি ও মাদক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ভারতীয় ২৪৬ টি শাড়ী এবং ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। শনিবার পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার কওে পুলিশ।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করছে ডিবি পুলিশ। এর মাঝে এসআই মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ চর কালিবাড়ী টোল প্লাজার সামনে থেকে রাস্তায় চলমান একটি বাস থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধ ভাবে নিয়ে আসা ভারতীয় ২৪৬ টি শাড়ীসহ চোরাকারবারী মোঃ মোশারফ হোসেনকে গ্রেফতার করে। তার বাড়ি চাদপুরের মতলব থানায়। অপর অভিযানে এসআই শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে আলালপুর থেকে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ করিম ও সুমন মিয়া ওরফে পাখিকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।