ময়মনসিংহে একযোগে ৩০ হাজার পয়েন্টে মাস্ক ক্যাম্পেইন

ময়মনসিংহে একযোগে ৩০ হাজার পয়েন্টে মাস্ক ক্যাম্পেইন

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, এমটিভি নিউজঃ করোনা সংক্রমন প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে ময়মনসিংহে একযোগে ৩০ হাজার পয়েন্টে মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৯নভেম্বর) সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে জেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কামরুল হাসান।

এসময় রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার এইচ এম লোকমান, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, প্রেসকাব সম্পাদক অমিত রায়সহ বিভাগীয় ও জেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও আইন প্রয়োগের প্রক্রিয়া একই সাথে চলবে। সরকারি বেসরকারি কার্যলায়, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরসহ জেলার ৩০টি পয়েন্টে একযোগে এই মাস্ক ক্যাম্পেইন চলছে। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে আজ সকালে ইউনএনও অফিসের সামনে ময়মনসিংহ সদর উপজেলা উপজেলা পরিষদের উদ্যোগে করোনা সচেনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক ক্যাম্পেইন করেছেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামসহ উপজেলা পযায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া সদরের দাপুনিয়া, ঘাগড়া ও ভাবখালী ইউনিয়নে মাস্ক ক্যাম্পেইনের উদ্বোধন করেন।