ময়মনসিংহ কোতোয়ালী পুলিশ হাতে মাদক ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ১০

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশ হাতে মাদক ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ১০

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মডেল কোতোয়ালী পুলিশ অভিযান চালিয়ে মাদক ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ১০ আসামীকে গ্রেফতার করেছে ।

পুলিম জানায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, পিপিএম-বার এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে এসআই (নিঃ) নিরুপম নাগ, এসআই(নি:) শাহ মিনহাজ উদ্দিন, এএসআই (নি:) সুজন চন্দ্র সাহা সহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ২৫নং ওয়ার্ড দিঘারকান্দা বাইপাস মোড় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকা মুখী রাজধানী হোটেলের সামনে হতে ৩জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলেন মোঃ দুলাল মিয়া (৪০), পিতামৃত-ওয়াজেদ আলী, সাং-বুড়ির চর (চল্লিশ কাউনিয়া), থানা-বরগুনা সদর, জেলা-বরগুনা, শাহীন মিয়া (২৭), পিতামৃত-সালাম মিয়া, সাং-পালের চর, থানা-জাজিরা, জেলা-শরীয়তপুর, নয়ন আহম্মেদ (২৫), পিতা-সিরাজ মিয়া, সাং-পুস্তা (পুলিশ ফাঁড়ির গলি), থানা-লালবাগ, ডিএমপি,ঢাকা। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার মামলা নং-১০/১০৩১, তারিখ-০৩/১০/২০২২ ইং ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এবং কোতোয়ালী মডেল থানার মামলা নং-১১/১০৩২, তারিখ- ০৩/১০/২০২২ ইং ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৮(খ)/১০(ক)/৩৮/৪১ এর ডাকাতির চেষ্টা ও মাদক ব্যবসার সহিত সম্পৃক্ত এজাহার রয়েছে।


গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনার সহিত সম্পৃক্ততা আছে মর্মে স্বীকার করে এবং আসামীদের নিকট হতে আলামত ২০ গ্রাম হেরোইন, ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি সিলভার কালারের স্টীলের তৈরী চাকু, যাহা স্টীলের বাট সহ লম্বা ০১ (এক) ফুট, একটি স্টীলের তৈরী চাকু, যাহা হলুদ রংয়ের প্লাষ্টিকের বাট সহ লম্বা ৮ (আট) ইঞ্চি, একটি স্টীলের তৈরী চাকু, যাহা কাঠের বাট সহ লম্বা ১০ (দশ) ইঞ্চি এবং একটি গ্রে কালারের COROLLA প্রাইভেটকার উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, আসামীদের বিধি মোতাবেক অদ্য ০৩ অক্টোবর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এসআই (নিঃ)ফারুক আহম্মেদ এর নেতৃত্বে অভিযান চালি্য়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ মোড়স্থ জয় বাংলা চত্বরের সামনে হতে মাদক ব্যবসায়ী ময়মনসিংহ সদর, সেহড়া ধোপাখলার (মুন্সিবাড়ী (নিরমলা বাশ) সেহড়া, পুরোহিত পাড়া) . আবু বক্কর সিদ্দিক ওরফে সকাল (২২), কোতোয়ালীর বলাশপুর (নিজ কলোনীর আলিয়া মাদ্রাসা, পাল পাড়া) মোঃ রিয়াদ(১৯)কে গ্রেফতার করেন। আসামীদ্বয়ের নিকট হতে (১) একটি স্টীলের ফোল্ডিং চাকু, যার খোলা অবস্থায় দৈর্ঘ্য অনুমান ১৯.৫ (উনিশ দশমিক পাঁচ) সেঃ মিঃ ও ফোল্ডিং অবস্থায় দৈর্ঘ্য অনুমান ১০.৫ (দশ দশমিক পাঁচ) সেঃ মিঃ, যার একপাশে স্ক্রু দ্বারা সংযুক্ত সোনালী রংয়ের পাত উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) রাশেদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালি্য়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার ময়মনসিংহ বাইপাস মোড়স্থ জনৈক মোঃ নুরুল আমীন (৪০) এর খাবার হোটেলের সামনে ময়মনসিংহ বাইপাস- মুক্তাগাছা মহাসড়কের উপর হতে মাদক ব্যবসায়ী মুক্তাগাছা থানার বন বাংলার (বনবাংলা) মেদাসিসর(১৯) ও দিলীপ রাজ বয়(৩০)কে গ্রেফতার করেন এবং আসামীদ্বয়ের নিকট হতে মোট ৩১(একত্রিশ) গ্রাম হেরোইন, মোট মূল্য ৬২,০০০/-(বাষট্টি হাজার) টাকা এবং ০১টি লাল কালো রংয়ের ১১০ সিসির টিভিএস মেট্রো প্লাস মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এসআই (নিঃ)আশিকুল হাসান এর নেতৃত্বে অভিযান চালি্য়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার আকুয়া ভাঙ্গাপুল মোড়লপট্টি আসামীর নিজ বাড়ী হতে মাদক ব্যবসায়ী কোতোয়ালীর আকুয়া ভাঙ্গাপুল মোড়লপট্টির মোঃ আল মামুন(২৮)কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ)ফারুক আহম্মেদ এর নেতৃত্বে অভিযান চালি্য়ে ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকা হতে চুরি পুরাতন মামলায় আসামী কোতোয়ালীর হামিদ উদ্দিন রোড, অপু চন্দ্র(৩৫)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

LATEST POSTS